জানা গিয়েছে, শিয়ালদহ আদালতে শ্রাবন্তীর স্বামী রোশন সিং একটি মামলা দায়ের করেছেন। একে বলা হয় 'রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস'এ মামলা। কোনও উপযুক্ত কারণ ছাড়াই যখন স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ বাড়ি ছেড়ে চলে যান, সম্পর্কে দূরত্ব বাড়াতে শুরু করেন, তখন এই মামলা করা যায়। এক্ষেত্রে পোক্ত কোনও কারণ ছাড়াই শ্রাবন্তী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বলে দাবি রোশনের। তাই তিনি রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসে'র মামলা করেছেন।
advertisement
আরও পড়ুন: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর অস্কারজয়, ঘরে বসেই কোথায় দেখবেন এই তথ্যচিত্র? দারুণ চমক
রোশন সিং এই মামলায় জয়ী হলে ফের শ্রাবন্তীর সঙ্গে ঘর করতে পারবেন তিনি। আদালতও এক্ষেত্রে তাঁদের দাম্পত্যে ফেরার কথা বলতে পারে। রোশন জিতে গেলে শ্রাবন্তীকে আইনের নিয়ম অনুসারেই ফের সংসারে ফিরতে হতে পারে। অন্যদিকে, শ্রাবন্তী ও রোশনের বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। ডিভোর্সের পাশাপাশি রোশনের বিরুদ্ধে খোরপোষের মামলাও দায়ের করেছেন শ্রাবন্তী, ২০২১ সালের সেপ্টেম্বরেই সেই খবর প্রকাশ্যে এসেছিল।
আরও পড়ুন: 'নাটু-নাটু'র বিশ্বজয়, কোথায় হয়েছিল এই দুর্ধর্ষ নাচের শ্যুটিং? জায়গার নাম শুনলে স্থির থাকতে পারবেন না
খোরপোষের মামলায় গত মঙ্গলবারই স্থগিতাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় যে 'পারজারি' (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে। স্বভাবতই আদলতে মুখ পুড়ল অভিনেত্রীর। আলাদা থাকতে শুরু করার পর রোশন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি শুনছি শ্রাবন্তী নাকি ঘনিষ্ঠ মহলে বলে বেড়াচ্ছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই'। রোশনের সঙ্গে সংসার ভাঙার পর একই আবাসনের ব্য়বসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই নিয়ে বরাবারই মুখে কুলুপ এঁটে থেকেছেন শ্রাবন্তী।