TRENDING:

সন্দেশ ১১০: ক্যালেন্ডারে সন্দেশ পত্রিকা, উপেন্দ্রকিশোর-সুকুমার-সত্যজিৎ হয়ে সন্দীপ, রায় পরিবারের চার প্রজন্মের কাজ

Last Updated:

উদ্যোক্তা সুদীপ্ত চন্দ বলেন, " এই পত্রিকা আমিও পড়েছি, আমার লেখাও প্রকাশিত হয়েছিল। আমার খুব ভালো লাগছে আমাদের সংস্থার দশ বছরে এই বিশেষ ক্যালেন্ডারটা প্রকাশ করতে পারছি তাই।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সন্দেশ ১১০-ক্যালেন্ডারে সন্দেশ পত্রিকার প্রচ্ছদ, উপেন্দ্রকিশোর থেকে সন্দীপ রায় পরিবারের চার প্রজন্মের কাজ৷  দ্য ড্রিমার্স দশ বছরের ক্যালেন্ডারে এবার উপহার সন্দেশ পত্রিকার প্রচ্ছদ। পরিকল্পনা  সুদীপ্ত চন্দের।
 Special calender on Sandesh patrika's cover
Special calender on Sandesh patrika's cover
advertisement

আগামী ২১ জানুয়ারি আইসিসিআর এ দুপুর ৩টায় প্রকাশিত হবে এই বিশেষ ক্যালেন্ডার সন্দীপ রায় এর উপস্থিতিতে। এ বছর সন্দশ পত্রিকার ১১০ বছর। সন্দেশ পত্রিকার বিবর্তন, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় থাকবেন পত্রিকার বর্তমান সম্পাদক সন্দীপ রায়,বিশিষ্ট আর্কাইভিস্ট দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন -  প্রকৃতির বড় তাণ্ডব,৫০ কিমি গতিতে হাওয়া, শিলাবৃষ্টি,কলকাতা কেমন থাকবে,রইল আপডেট

advertisement

উল্লেখ্য ১৯১৩ সালে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর হাত ধরে এই পত্রিকার যাত্রা শুরু। ইউ. রায় এন্ড সন্স ছিল এর প্রকাশক। এর সঙ্গে যুক্ত ছিলেন উপেন্দ্রকিশোর ও তাঁর দুই পুত্র সুকুমার এবং সুবিনয়। দু-বার এই পত্রিকা ছাপা বন্ধ হয়েগিয়েছিল প্রথমবার  ১৯২৯, পরে ১৯৩৪। সত্যজিৎ রায়ের হাত ধরে পত্রিকার নতুন রূপে পথ চলা শুরু ১৯৬১ তে, সঙ্গে সহ সম্পাদক ছিলেন বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায়। সত্যজিতের ছোটো গল্পের হাত ধরে ফেলুদা, প্রফেসর শঙ্কু এর মতো চরিত্রের আত্মপ্রকাশ সন্দেশের পাতায়।" বঙ্কুবাবুর বন্ধু" এর মতো গল্পও প্রকাশ পায় সন্দেশে।নব্বই এর দশকে পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন সন্দীপ রায়, সঙ্গে অমিতানন্দ দাস।

advertisement

প্রচ্ছদ অলংকরণ করেছেন অনেকেই তবে রায় পরিবারের চার প্রজন্ম এতে নিয়োজিত থেকেছেন বিশেষভাবে। উপেন্দ্রকিশোর, সুকুমার, সত্যজিৎ এবং সন্দীপ। এই ক্যালেন্ডারে এই চারজনেরই কাজকে তুলে ধরা হয়েছে। ছ-পাতার এই দেওয়াল ক্যালেন্ডার নিয়ে সন্দীপ রায় বললেন," খুবই ভাল উদ্যোগ সন্দেশের ১১০ বছরকে স্মরণ করা ক্যালেন্ডারের মাধ্যমে। ছোটোদের পত্রিকা বলতে সন্দেশের কথা অনস্বীকার্য। দিকপাল সব লেখকদের কাজে বছরের পর বছর সমৃদ্ধ হয়েছে এই পত্রিকা। একশো বছর পেরিয়েও এখনও প্রকাশিত হচ্ছে। এই ক্যালেন্ডারে বেশ কিছু প্রচ্ছদ ব্যবহার করা হয়েছে যা এই পত্রিকার গৌরবের দিনগুলোকে স্মরণ করায়।"

advertisement

উদ্যোক্তা সুদীপ্ত চন্দ বলেন, " এই পত্রিকা আমিও পড়েছি, আমার লেখাও প্রকাশিত হয়েছিল। আমার খুব ভালো লাগছে আমাদের সংস্থার দশ বছরে এই বিশেষ ক্যালেন্ডারটা প্রকাশ করতে পারছি তাই।"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Manash Basak

বাংলা খবর/ খবর/বিনোদন/
সন্দেশ ১১০: ক্যালেন্ডারে সন্দেশ পত্রিকা, উপেন্দ্রকিশোর-সুকুমার-সত্যজিৎ হয়ে সন্দীপ, রায় পরিবারের চার প্রজন্মের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল