Weather Update: উত্তর ভারত জুড়ে প্রকৃতির বড় তাণ্ডব, ৫০ কিমি গতিতে হাওয়া, শিলাবৃষ্টি, কলকাতা কেমন থাকবে, রইল আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।
#নয়াদিল্লি: দিল্লি এনসিআর নিয়ে উত্তরপ্রদেশ-বিহারের মতো কড়া ঠান্ডা (Cold Wave Update) চলছেই। ঘন কুয়াশা জারি থাকছে (Fog Alert), ভীষণ ঠান্ডা জারি থাকবে এরই সঙ্গে মৌসম ভবনের বড়সড় আপডেট বৃষ্টি এবং শিলাবৃষ্টি হবে। সতর্কতা জারি করেছে মৌসম বিভাগ। আইএমডি -র জারি উত্তর পশ্চিম ভারতে আগামী সপ্তাহে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত হবে। ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। শিলাবৃষ্টি হবে।
advertisement
আইএমডি জানিয়েছে একটি সক্রিয় পশ্চিমি বিক্ষোভের জেরে ২১ থেকে ২৫ জানুয়ারি ভারতের বিস্তৃর্ণ এলাকা প্রভাবিত রয়েছে৷ ফলে উত্তর ভারতে ফের একবার প্রবল ঠান্ডার অনুভূতি প্রবল রয়েছে৷
advertisement
মৌসম বিভাগের পাহাড়ি এলাকায় তুষারপাতের প্রভাবে সমতল এলাকাতেও প্রভাব পড়বে৷ শৈত্য প্রবাহের জেরে ১৯ জানুয়ারি অবধি খারাপ আবহাওয়া চলবে৷
advertisement
আজ আর কাল হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ডের একাধিক এলাকায় তুষারপাত ও বৃষ্টিপাত হবে৷ এছড়া পশ্চিমি বিক্ষোভের জেরে দিল্লি থেকে পূর্ব-উত্তর ভারতে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি বৃষ্টি হবে৷
advertisement
আইএমডি জানিয়েছে ২৩-২৪ জানুয়ারি পঞ্জাব, হরিয়াণা, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে৷ শুধু তাই নয় পঞ্জাব, হরিয়াণা, চন্ডিগড়ে ২২ জানুয়ারি- ২৫ জানুয়ারি বৃষ্টিও হবে৷
advertisement
.এদিকে কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও পরে আংশিক মেঘলা আকাশ। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। তবে সকালে সন্ধ্যে শীতের আমেজ থাকবে দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে।
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সকালের তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement