কোরিয়ার স্থানীয় সময় অনুযায়ী, ১৯ এপ্রিল রাত ৮টা নাগাদ মুনবিনের মৃতদেহ মিলেছে তাঁর ঘরে। প্রথমে টের পেয়েছেন মুনবিনের ম্যানেজার। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছেন তিনি। কে পপ তারকার এজেন্সি ফ্যান্টাজিও এখনও পর্যন্ত মুনবিনের মৃত্যু নিয়ে কোনও বিবৃতি জারি করেনি।
আরও পড়ুন: কাছের মানুষকে হারালেন রানি মুখোপাধ্য়ায়! পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
advertisement
‘অ্যস্ট্রো’ ইউনিট গ্রুপের হাত ধরেই গানের জগতে দ্বিতীয়বার ফিরে এসেছিলেন মুনবিন। এরই মাঝে দলের সঙ্গে মিউজিক ট্যুরে যাওয়ার কথা ছিল মুনবিনের। সেই সমস্ট আয়োজনও হয়ে গিয়েছিল।
আয়োজকদের তরফে বিবৃতি জারি করা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, আগামী ১৩ মে- আয়োজিত ২০২৩ মুনবিন অ্যান্ড সানহা ফ্যান কন ট্যুর: ডিফিউশন ইভেন্টটি বাতিল করা হয়েছে। অপ্রত্যাশিত ঘটনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল।’ পপ তারকার আচমকা মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া ভরেছে ভক্তদের শোকবার্তায়।