TRENDING:

Death News: ৪৭-এ সব শেষ! আর ফেরা হল না বাড়িতে..., আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত পরিচালক, ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া

Last Updated:

Death News: বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ সোমবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা বিক্রম সুগুমারন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ সোমবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা বিক্রম সুগুমারন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। পরিচালকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে৷
News18
News18
advertisement

মাদুরাই থেকে একজন প্রযোজককে একটি নতুন চিত্রনাট্য শোনানোর পর তিনি ফিরছিলেন,ঠিক তখনই বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনওভাবেই আর শেষরক্ষা হল না।

আরও পড়ুন-জুন মাসেই লাগবে ‘লটারি’…! মঙ্গলের রাজকীয় চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড, ৩ রাশির ‘জ্যাকপট’, অঢেল টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্য

advertisement

বিখ্যাত পরিচালক ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে পরিচালক বালু মহেন্দ্রের সহকারী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ‘মাধা যানাই কুতম’ চলচ্চিত্রের মাধ্যমে তার স্থান করে নেন, যা একটি গ্রামীণ পটভূমিতে নির্মিত, যা গল্পের জন্য দারুণ প্রশংসিত হয়েছিল। তার সবচেয়ে সাম্প্রতিক পরিচালনায় ছিল ‘রাবন কোট্টম’ অভিনেতা শান্তনু ভাগ্যরাজ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

advertisement

পরিচালকের আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে, ভক্তরা এবং তামিল চলচ্চিত্র জগতের অনেক তারকা পোস্ট করে তাদের শোক প্রকাশ করেছেন। প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানিয়ে শান্তনু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন,’প্রিয় ভাই। তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং প্রতিটি মুহূর্ত আমি সবসময় মনে রাখব। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। তোমার অভাব বোধ হবে।’

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ! গ্রহের রাজপুত্রের মেগা খেলা শুরু…! টাকার খনিতে ৪ রাশি, লাগবে বাম্পার ‘লটারি’, চাকরিতে পদোন্নতি কাদের

বিক্রম সুগুমরণ ‘থেরাম পোরম’ নামে একটি নতুন প্রজেক্টে কাজ করছিলেন। সম্প্রতি, সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময়, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ করেছিলেন যে ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তি তাকে প্রতারণা করেছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।পরিচালকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যে তিনি মাদুরাইয়ের একজন প্রযোজককে একটি চিত্রনাট্য বর্ণনা করেছিলেন এবং ঘটনাটি ঘটে যাওয়ার সময় বাসে চেন্নাই ফিরে যাওয়ার কথা ছিল। তাৎক্ষণিক চিকিৎসা পরও তাকে কোনওভাবেই বাঁচানো যায়নি। বিক্রম সুগুমারন তার স্ত্রী এবং সন্তানদের রেখে গেছেন, যারা চেন্নাইতে থাকেন। তিনি বিশেষ করে গ্রামীণ পরিবেশের উপর নির্মিত চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু তামিল সিনেমার জন্য এক বিরাট ক্ষতি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: ৪৭-এ সব শেষ! আর ফেরা হল না বাড়িতে..., আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত পরিচালক, ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল