কিন্তু গঙ্গোপাধ্যায় বাড়িতে যে 'দাদাগিরি' চলে সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের, সে কথা অনেক সময়ই সৌরভ ইঙ্গিতে জানিয়েছেন শো-এর মঞ্চে (Sourav Ganguly on Dona Ganguly)। নদিয়ার শাড়ি ব্যবসায়ী বীরেন কুমার বসাকের সঙ্গে দাদার আলাপ হওয়ার পরই স্ত্রী ডোনার শাড়ির অর্ডারের কথা জানতে পারেন সৌরভ (Sourav Ganguly on Dona Ganguly)। ওই ব্যবসায়ী বলেন, তাঁর কাছে ৮ লক্ষ টাকা দামেরও শাড়ি রয়েছে। বেশ কয়েকটি নমুনাও দেখান সৌরভকে। এত দামি শাড়ি কারা পরেন, এমন প্রশ্ন করতেও শোনা যায় সৌরভকে।
advertisement
আরও পড়ুন: জনপ্রিয় গানের নামেই রহস্য-উপন্যাস, প্রথম বার এমন 'ভূমিকায়' রূপম ইসলাম!
তখনই বীরেন কুমার বসাক সৌরভকে জানান, ইতিমধ্যেই ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর কাছে ২০০ শাড়ির অর্ডার দিয়েছেন। এই কথা জানতে পেরেই মাথায় হাত পরে সৌরভের। যদিও, ব্যবসায়ী পরিষ্কার করে দেন, ৮ লক্ষের কোনও শাড়ি নয়, বরং ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর নাচের স্কুলের ছাত্রীদের জন্য শাড়ির অর্ডার দিয়েছেন। তবে সেই শাড়ির দাম নিয়ে কিছু জানাননি ব্যবসায়ী। শাড়ি ব্যবসায়ী জানান, 'বৌদি (ডোনা) টেলিফোন করেছিলেন আমাকে। বললেন আমার ২০০ শাড়ির দরকার। আমি তখন বললাম বৌদি ২০০ শাড়ি তো আমার একসঙ্গে করা সম্ভব নয়। নাচের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন'।
আরও পড়ুন: খোলা হয়েছে অক্সিজেন, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়? হাসপাতাল যা জানাল...
সব শুনে দাদা বেশ মজার ছলে বলেন, 'আপনি ২০০ শাড়ি নিয়ে এলে আমায় একটা ফোন করবেন!' দাদাগিরির মঞ্চে ওই ব্যবসায়ী নিজের সঙ্গে একটি ওয়াল হ্যাঙ্গিং নিয়ে এসেছিলেন। তার মধ্যে সৌরভ গাঙ্গুলির ছবি বোনা হয়েছে যত্ন নিয়ে। এ ছবিতে তিনি সৌরভকে উপহার দিয়েছেন।