নিউজ18 বাংলাকে সৌমিতৃষা জানান, প্রযোজক অতনু রায়চৌধুরি ফোন করে তাঁকে প্রধান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে পর্দার ‘মিঠাই’কে। অতীতেও সৌমিতৃষার সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে।
আরও পড়ুন: ‘বাবার মতো…’, বয়সের তফাত নিয়ে কটাক্ষ, স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আদুরে মুহূর্ত
advertisement
আরও পড়ুন: সংসার সাজানো হল না আর! বৈভবীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর হবু স্বামী, কী লিখলেন
দেবের প্রতি সৌমিতৃষার ভাললাগার কথা কারও অজানা নয়। এ বার প্রিয় অভিনেতার বিপরীতে অভিনয়ের সুযোগ। শ্যুট শুরুর দিন গুনছেন অভিনেত্রী। তাঁর কথায়, “ছোটবেলা থেকে দেবদাকে পর্দায় দেখেছি। তখন দেখতাম নায়িকারা আঁচস উড়িয়ে আসছে। নাচগান করছে। এখন সেই ধরনের ছবি কম হয়। কিন্তু দেবদা, অভিজিৎদা আর অতনুদার সঙ্গে কাজ করে অনেক কিছু শেখার সুযোগ পাব। সেই অপেক্ষাতেই আছি।”
১ জুন শেষ বার ‘মিঠাই’-এর শ্যুট করবেন সৌমিতৃষা। তার পর কয়েক দিন বিশ্রাম নিয়েই নতুন ছবির প্রস্তুতি শুরু। অগাস্ট থেকে শুরু শ্যুট। তিনি বললেন, “আমার প্রতি সকলে আস্থা রেখেছেন। তাই তাঁদের ভাল কাজ উপহার দিতেই হবে। নিজেকে সে ভাবে প্রস্তুত করব।”