আমির-কাজলের ছবি ‘ফনা’-র সেই বিখ্যাত সংলাপে তিনি যা বলছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘‘অসংখ্য মুখের মধ্যে শুধু তোমাকেই ভাল লেগেছে ৷ নয়তো, আগ্রহ এবং আগ্রহী, কোনওটার সংখ্যাই কম ছিল না ৷’’ সংলাপে ওষ্ঠ মেলানোর সময় সৌমিতৃষার মুখের অভিব্যক্তি ছিল দেখার মতো ৷
তাঁর এই ভিডিয়ো ঘিরে উচ্ছ্বসিত নেটদুনিয়া ৷ মুগ্ধতা প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেন ৷ কিন্তু ভেসে বেড়াচ্ছে আরও একটি প্রশ্ন ৷ তাহলে মিঠাই-এর জীবনে কি বিশেষ কেউ পা রেখে ফেলেছেন ? ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সির্ফ তুম’ বা ‘শুধু তুমি’ ৷ সঙ্গে রামধনু ও ভালবাসার ইমোজি ৷
advertisement
‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষার বিপরীতে অভিনয় করা আদৃত রায় এ বছরই তাঁর প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু সৌমিতৃষার জীবনে সেই বিশেষ জন কে, এই নিয়ে কোনওদিন মুখ খোলেননি তিনি ৷ অনুরাগীরা জানেন, তিনি সিঙ্গল ৷
দীর্ঘদিন ধরে টিআরপি তালিকার শীর্ষে আছে ‘মিঠাই’ ৷ দর্শকদের মধ্যে সৌমিতৃষার জনপ্রিয়তা আকাশছোঁয়া ৷ কিছু দিন আগে ‘হাওয়া হাওয়াই’ গানের সঙ্গে নেচে তাক লাগিয়ে দিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই তাঁকে নিয়ে তুলনা চলছে স্বয়ং শ্রীদেবীর সঙ্গে ৷ সামাজিক মাধ্যমেও তিনি তুমুল জনপ্রিয় ৷ কিছু দিন আগে পোস্ট করেছিলেন সাদাকালো চাপা পোশাকে তাঁর ফোটোশ্যুটের ছবি ৷ তার পর এই রহস্যময়ী লুক৷ তিনি চেনা ছক ভাঙতে জানেন ৷ বার বার বুঝিয়ে দিচ্ছেন মিঠাই ৷ তাঁর ব্যক্তিগত জীবনে সত্যি বিশেষ কারও আগমন হলে অগণিত গুণগ্রাহীর যে হৃদয় ভাঙবে, তাতে সন্দেহ নেই ৷