এই উদ্যোগে প্রবীণ প্রবীণাদের বিশেষ যত্নে রাখা হবে৷ নানা কারণে আজ অনেক বৃদ্ধ বৃদ্ধাই তাঁদের সন্তানদের সাহচর্য থেকে বিচ্ছিন্ন৷ সোনুর বৃদ্ধাশ্রমে এমন পরিবশে থাকবে যেখানে বয়স্করা সম্মান ও সাচ্ছ্বন্দ্যের সঙ্গে থাকতে পারবেন৷ নতুন প্রচেষ্টায় মানবতাকেই কুর্নিশ জানাতে চান সোনু৷ জানিয়েছেন, তাঁর মধ্যে যে মূল্যবোধ এসেছে মায়ের জন্য, তারই প্রতিফলন এই প্রয়াস৷ সোনু সুদের সংস্থা সুদ ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর উদ্যোগে বৃদ্ধ বৃদ্ধাদের জীবনের শূন্যতা পূর্ণ করার চেষ্টা করা হবে৷ এর আগে অতিমারি পর্বেও বার বার জনদরদী পদক্ষেপের নজির রেখেছেন সোনু৷
advertisement
কাজের দিকেও তিনি ব্যস্ত৷ এই প্রথম তিনি প্রযোজনা এবং পরিচালনা করছেন৷ ছবির নাম ‘ফতেহ’৷ ছবির সহপ্রযোজক জেড স্টুডিয়োজ৷ ছবিতে সোনুর বিপরীতে থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ৷ অভিনেতার কথায়, ‘‘ফতেহ আমার কাছে স্পেশাল ছবি৷ যে সব তরুণ প্রজন্ম নানা ভাবে সাইবার অপরাধের শিকার হয়েছে, এই ছবি তাঁদের জন্য৷’’