সেই নতুন প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘সন্ধ্যে নামার পরে’! এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৌম্যজিৎ আদক। সম্প্রতি সফল ভাবে সম্পন্ন হল এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সোমরাজ মাইতি, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং রানা বসু ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement
পরিচালক সৌম্যজিৎ আদক বলেন যে, “ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দারুণ ভাবে সফল হয়েছে। ট্রেলার ও পোস্টার নিয়ে দর্শকদের থেকেও দারুণ সাড়া মিলেছে। DARSHOO-তে প্রথম এপিসোড ইতিমধ্যেই স্ট্রিমিং হচ্ছে এবং দারুণ রিভিউ আসছে! দ্বিতীয় এপিসোড আসছে ২৭ জুন অর্থাৎ শুক্রবার। আমরা নিজের সেরাটা দিয়ে একটি রোমাঞ্চকর ও বিনোদনমূলক গল্প গড়ে তোলার চেষ্টা করেছি। পুরো টিম অসাধারণ কাজ করেছে। অমৃতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, ঐশ্বর্য সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর – প্রত্যেকের অভিনয়ই এককথায় অনবদ্য।”
পরিচালক সৌম্যজিৎ আদক
অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়ের কথায়, “এই ওয়েব সিরিজটি অনেক আগেই অর্থাৎ কোভিডের সময়ে শ্যুট করা হয়েছিল। Darshoo OTT প্ল্যাটফর্মে অবশেষে সেটি মুক্তি পাচ্ছে দেখে ভীষণই ভাল লাগছে। আমরা শহরের বাইরে শ্যুট করতাম। আর প্রতিদিন যাতায়াত করতে প্রায় দুই ঘণ্টা লেগে যেত। তারুণ্যে ভরা টিমের সঙ্গে সেটে সময়টা বেশ ভালই কেটেছে।”
অভিনেত্রী আরও বলেন যে, “আমি মোহর লাহিড়ী নামে একজন দৃঢ় সঙ্কল্পের এবং স্পষ্টভাষী সিনিয়র গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছি। আর এই প্রথমবার আমি একজন টপ কপ-এর চরিত্রে অভিনয় করলাম। চরিত্রটি খুবই ইন্টারেস্টিং ছিল, একেবারে গ্রে শেডে মোড়া। মজার বিষয় হল, বেশিরভাগ এক টেকেই দিতে পেরেছিলাম — যা নিজের কাছেও বেশ আনন্দের।”
অভিনেতা রানা বসু ঠাকুরের বক্তব্য, ‘‘সন্ধ্যে নামার পরে ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যেভাবে সকলের সাড়া পেলাম, তা সত্যিই অভিভূত করার মতো। এর আগে আমি পুলিশের সিনিয়র আধিকারিক চরিত্রে অভিনয় করেছি, তবে এখানে এসিপি রণজয় সেনগুপ্ত আমার কাছে বরাবরই স্পেশ্যাল হয়ে থাকবে। আমার চরিত্রটি শুধু কেবল কঠোর বা কর্তৃত্বপরায়ণই নয়। একাধারে তিনি একজন রাগী সিনিয়র অফিসার, অন্যদিকে তিনি আবার সহানুভূতিশীল দলনেতার দোলাচলে দোদুল্যমান – এই চরিত্রায়ণের শেডগুলিই চরিত্রটিকে আলাদা করে তোলে। নতুন এবং উদ্যমী পরিচালক সৌম্যজিৎ আদকের পরিচালনায় কাজ করাটা একটা দারুণ অভিজ্ঞতা।’’
প্রযোজক অঙ্কিত দাস
অভিনেত্রী ঐশ্বর্য সেন বলেন যে, “সন্ধ্যে নামার পরে ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। অনেকেই সিরিজের টানটান গল্প, অসাধারণ ভিজ্যুয়াল এবং অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের প্রশংসা করেছেন। পরিচালক সৌম্যজিৎ আদক এবং চিত্রনাট্যকার অনুভব ঘোষের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা এই কাজে বড় ভূমিকা পালন করেছে। আবার অমৃতা চট্টোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সোমরাজ মাইতি এবং রানা বসু ঠাকুর — প্রত্যেকেই অত্যন্ত প্রতিভাবান এবং নিষ্ঠা নিয়ে কাজ করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, যার প্রভাব পর্দাতেও প্রতিফলিত হয়েছে। আর এমন একটি ভিন্নধর্মী থ্রিলার ঘরাণার প্রজেক্টে বিশ্বাস রেখে প্রযোজনার সমস্ত সাহায্য ও সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ আমাদের প্রযোজক অঙ্কিত দাস এবং সুরেশ তোলানিকেও।”