TRENDING:

Sonam Kapoor : ইউরোপ ও ভারতের বিভিন্ন বাজার থেকে কেনা জিনিসে সাজানো অন্দরমহল, লন্ডনে সোনমের বাড়ি ও অফিস তাক লাগিয়ে দেয়

Last Updated:

এতদিন সোনম কপূর (Sonam Kapoor ) বাহবা পেতেন তাঁর ফ্যাশনিস্তা লুকের জন্য ৷ এ বার সে তালিকায় যোগ হল তাঁর গৃহসজ্জা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : এতদিন সোনম কপূর (Sonam Kapoor ) বাহবা পেতেন তাঁর ফ্যাশনিস্তা লুকের জন্য ৷ এ বার সে তালিকায় যোগ হল তাঁর গৃহসজ্জা ৷ সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর লন্ডনের (London) বাড়ির একাধিক ছবি শেয়ার করেছেন ৷ একটি নামী লাইফস্টাইল পত্রিকার জন্য ফোটোশ্যুট করা হয়েছে সোনম কপূর ও আনন্দ আহুজার (Anand Ahuja) লন্ডনের বাড়িতে ৷ ওই পত্রিকার জন্য একটি ভিডিয়োও শেয়ার করেছেন সোনম ৷ লিখেছেন তাঁর বাড়ি সাজানো নিয়ে দীর্ঘ ভূমিকা ৷ পশ্চিম লন্ডনের নটিংহিল এলাকায় আছে আনন্দ আহুজা ও সোনম কপূরের প্রশস্ত ও বিলাসবহুল বাড়ি ও অফিসস্পেস (Sonam Kapoor London House) ৷ লন্ডনে তাঁর অ্যাপার্টমেন্টের একাধিক ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ তাঁর সুবিশাল লিভিং রুম নজর কেড়েছে নেটিজেনদের ৷
advertisement

সোনম জানিয়েছেন, ইউরোপ ও ভারতের একাধিক বাজার থেকে তাঁরা ঘর সাজানোর জিনিস কিনেছেন ৷ সোনম মনে করেন তাঁর এবং স্বামী আনন্দ আহুজার মানসিকতা ও ব্যক্তিত্ব ফুটে উঠেছে বাড়ির অন্দরসজ্জায় ৷ সনাতনী ভারতীয় চিন্তাধারার সঙ্গে তাঁদের অন্দরসজ্জায় মিলেমিশে গিয়েছে সাম্প্রতিক ট্রেন্ডও ৷ অন্যান্য ঘরের সঙ্গে সোনম মনের মতো করে সাজিয়েছেন বাড়ির টয়লেট এবং বাথরুমকেও ৷ অটোমেটেড সেটিংস-এর পাশাপাশি বাথরুমের জন্য তিনি বেছে নিয়েছেন মাউন্টেড ওয়াল৷

advertisement

আরও পড়ুন  : নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনির দাম্পত্য ভাঙতে চলেছে? এই ইঙ্গিতগুলি নাকি সে কথাই বলছে

বাড়ির বিভিন্ন অংশের পাশাপাশি সোনম নেটিজেন ও অনুরাগীদের দেখিয়েছেন তাঁর অফিসস্পেসও ৷ জানিয়েছেন, স্বামী আনন্দ আহুজার সঙ্গে মিলে তিনি বাড়ির সঙ্গে সাজিয়েছেন তাঁদের অফিস স্পেসকেও ৷ লন্ডনে আসার পর থেকেই তাঁরা মনের মতো কাজের জায়গা খুঁজছিলেন ৷ এ বার তাঁরা স্বপ্নের মতো কাজের জায়গা পেয়েছেন ৷ বলছেন সোনম ৷ দীর্ঘদিনের প্রেমিক আনন্দকে তিনি বিয়ে করেন ২০১৮ সালে ৷ তার পর থেকেই লন্ডনের নটিং হিলে রয়েছেন দম্পতি ৷

advertisement

আরও পড়ুন : সন্তানের জন্ম দিয়ে মা হওয়ার পরিকল্পনা নেই, কারণ জানালেন অভিনেত্রী কবিতা কৌশিক

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

কাজের দিক দিয়ে সোনমকে শেষ বার দেখা গিয়েছে বিক্রমাদিত্য মোতওয়ানের ‘এ কে ভার্সাস এ কে’ –তে ৷ নেটফ্লিক্সে ছবিটি রিলিজ করেছে গত বছর ডিসেম্বর মাসে ৷ এর পর সোনমকে দেখা যাবে সোম মাখিজার ‘ব্লাইন্ড’-এ একজন দৃষ্টিহীন পুলিশের ভূমিকায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonam Kapoor : ইউরোপ ও ভারতের বিভিন্ন বাজার থেকে কেনা জিনিসে সাজানো অন্দরমহল, লন্ডনে সোনমের বাড়ি ও অফিস তাক লাগিয়ে দেয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল