সোনম জানিয়েছেন, ইউরোপ ও ভারতের একাধিক বাজার থেকে তাঁরা ঘর সাজানোর জিনিস কিনেছেন ৷ সোনম মনে করেন তাঁর এবং স্বামী আনন্দ আহুজার মানসিকতা ও ব্যক্তিত্ব ফুটে উঠেছে বাড়ির অন্দরসজ্জায় ৷ সনাতনী ভারতীয় চিন্তাধারার সঙ্গে তাঁদের অন্দরসজ্জায় মিলেমিশে গিয়েছে সাম্প্রতিক ট্রেন্ডও ৷ অন্যান্য ঘরের সঙ্গে সোনম মনের মতো করে সাজিয়েছেন বাড়ির টয়লেট এবং বাথরুমকেও ৷ অটোমেটেড সেটিংস-এর পাশাপাশি বাথরুমের জন্য তিনি বেছে নিয়েছেন মাউন্টেড ওয়াল৷
advertisement
আরও পড়ুন : নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনির দাম্পত্য ভাঙতে চলেছে? এই ইঙ্গিতগুলি নাকি সে কথাই বলছে
বাড়ির বিভিন্ন অংশের পাশাপাশি সোনম নেটিজেন ও অনুরাগীদের দেখিয়েছেন তাঁর অফিসস্পেসও ৷ জানিয়েছেন, স্বামী আনন্দ আহুজার সঙ্গে মিলে তিনি বাড়ির সঙ্গে সাজিয়েছেন তাঁদের অফিস স্পেসকেও ৷ লন্ডনে আসার পর থেকেই তাঁরা মনের মতো কাজের জায়গা খুঁজছিলেন ৷ এ বার তাঁরা স্বপ্নের মতো কাজের জায়গা পেয়েছেন ৷ বলছেন সোনম ৷ দীর্ঘদিনের প্রেমিক আনন্দকে তিনি বিয়ে করেন ২০১৮ সালে ৷ তার পর থেকেই লন্ডনের নটিং হিলে রয়েছেন দম্পতি ৷
আরও পড়ুন : সন্তানের জন্ম দিয়ে মা হওয়ার পরিকল্পনা নেই, কারণ জানালেন অভিনেত্রী কবিতা কৌশিক
কাজের দিক দিয়ে সোনমকে শেষ বার দেখা গিয়েছে বিক্রমাদিত্য মোতওয়ানের ‘এ কে ভার্সাস এ কে’ –তে ৷ নেটফ্লিক্সে ছবিটি রিলিজ করেছে গত বছর ডিসেম্বর মাসে ৷ এর পর সোনমকে দেখা যাবে সোম মাখিজার ‘ব্লাইন্ড’-এ একজন দৃষ্টিহীন পুলিশের ভূমিকায় ৷