২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত মিলখা সিংয়ের বায়োপিকে সোনম অভিনয় করেছিলেন বীরোর চরিত্রে ৷ চিত্রনাট্য অনুযায়ী তিনি মিলখার কৈশোরের প্রেমিকা ৷ পরে মিলখার থেকে তাঁর জীবন বয়ে গিয়েছিল অন্যদিকে ৷ সংক্ষিপ্ত হলেও বীরোর চরিত্রে সোনমের উপস্থিতি ছিল সপ্রতিভ ৷ রাকেশ জানিয়েছেন, সোনম স্বতঃস্ফূর্তভাবেই অতিথি শিল্পী হয়ে অভিনয় করতে রাজি হয়েছিলেন ৷ ছবিটি সোনমের কাছেও স্পেশাল, সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী নিজেই ৷
advertisement
মিলখার স্পিরিটে মুগ্ধ সোনম চেয়েছিলেন তাঁর বায়োপিকের একটি অংশ হয়ে থাকতে ৷ তিনি জানতেন গড়পড়তা প্রেমের ছবির তুলনায় ‘ভাগ মিলখা ভাগ’ আলাদা ৷ সোনমের এই সদিচ্ছা রাকেশ ভুলতে পারেননি ৷
‘ভাগ মিলখা ভাগ’-এর আগেও রাকেশের পরিচালনায় কাজ করেছেন সোনম ৷ ২০০৯ সালে মু্ক্তি পেয়েছিল ‘দিল্লি ৬’ ৷ ছবির নায়িকা ছিলেন সোনম ৷ তাঁর বিপরীতে অভিষেক বচ্চনের জুটি পছন্দ হয়েছিল দর্শকদের ৷ সে সময়ই রাকেশ ঠিক করেন সোনমকে নেবেন ‘ভাগ মিলখা ভাগ’-এও ৷ গ্ল্যামার থেকে বহু দূরে থাকা ‘পাশের বাড়ির মেয়ে’ বীরোর চরিত্রে সোনমকে মানিয়েওছিল বেশ ভাল ৷ মিলখার চরিত্রে ফরহান এবং বীরোর ভূমিকায় সোনমের উপর চিত্রায়িত ‘ও রংরেজ’ গান এবং এর দৃশ্যকল্প দাগ কেটে গিয়েছিল দর্শকমনে ৷