আরও পড়ুন- মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন করিশমা-করিনা! দুই বোনের জুটি দেখলে হিংসে হবে আপনারও
সোনমের খুড়তুতো বোন খুশি কাপুরও দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, করিনা কাপুরও সোনম-আনন্দকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “খুব খুশি তোমাদের দুজনের জন্য। বাচ্চার জন্য অপেক্ষায় রইলাম।”
সোনম কাপুর এবং আনন্দ আহুজা গর্ভাবস্থার (Sonam Kapoor Pregnant) কথা ঘোষণা করেছেন সোমবার সকালেই। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনন্দ আহুজার সঙ্গে একটি ফটোশ্যুটের মাধ্যমে সুসংবাদ (Sonam Kapoor Pregnant) জানান দেন দম্পতি এবং সঙ্গে একটি মিষ্টি বার্তা গর্ভস্থ সন্তানের জন্য। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “চার হাত। তোমাকে বড়ো করে তুলতে সব কিছুই করব, দু’টি হৃদয়, তোমার সঙ্গেই তাল মিলিয়ে চলবে, পথের প্রতিটি পদক্ষেপে। এক পরিবার। যারা তোমাকে ভালবাসা এবং স্নেহে ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত।”
এর আগেও সোনমের মা (Sonam Kapoor Pregnant) হতে চলা নিয়ে বেশ কয়েকবার গুজব উঠেছে। গত বছর জুলাই মাসে, লন্ডনে একটি লাল ফ্লোরাল ম্যাক্সি পোশাকে সোনমের ছবি দেখেই তাঁর গর্ভবতী হওয়ার জল্পনা শুরু হয়েছিল। পরে অবশ্য পিরিয়ডের ব্যথা সম্পর্কে একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে গর্ভাবস্থার গুজবের অবসান ঘটিয়েছিলেন সোনম।
আরও পড়ুন- ডিপ নেকলাইন মনোকিনিতে স্পষ্ট সোনমের বেবি-বাম্প, 'মম টু বি' ভাসছেন শুভেচ্ছায়..
সোনম কাপুর এবং আনন্দ আহুজা (Sonam Kapoor and Anand Ahuja) গাঁটছড়া বাঁধেন ২০১৮ সালে এবং তারপর থেকে লন্ডনের নটিং হিলেই থাকছেন তাঁরা।
অভিনেত্রী সোনম কাপুরকে শেষ দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোতওয়ানের ‘AK vs AK’ সিনেমায় যেখানে নিজের ভূমিকাতেই অভিনয় করেছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বরে Netflix-এ মুক্তি পায় সিনেমাটি। পরবর্তীতে শোম মাখিজার ‘ব্লাইন্ড’ সিনেমায় একজন দৃষ্টি প্রতিবন্ধী পুলিশের ভূমিকায় দেখা যাবে সোনমকে।