সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন সোনম। তাঁর কথায়, "অন্তঃসত্ত্বা থাকাকালীন দেহের আকারে পরিবর্তন আসে। সন্তান পৃথিবীতে আসার পরেও দেহ সেই একই অবস্থায় থেকে যায়।" কিন্তু নিজের সেই দৈহিক পরিবর্তন নিয়ে ভাবিত নন সোনম। চেহারায় বয়সের ছাপ পড়লেও, তা নিয়ে কোনও নিরাপত্তাহীনতায় ভোগেন না অনিল-কন্যা।
আরও পড়ুন-ক্যামেরার সামনেই বদলে যাচ্ছে রং-বেরঙের পোশাক, দর্শনার ভিডিও দেখতে হামলে পড়লেন ভক্তরা, আপনি দেখেছেন
advertisement
সোনম বললেন, "এখনও আগের মতো হয়ে উঠতে পারিনি। চেহারা যেমন ছিল, সে রকম এখনও হয়নি। কিন্তু আমি এখনও সন্তানকে স্তন্যপান করাচ্ছি। আশা করছি আরও এক বছর সেটা করব। এই সময়ে দেহের খাদ্য, বিশ্রাম এবং শক্তির প্রয়োজন পড়ে। আমি পাগলের মতো কোনও ডায়েট করছি না। আমি শরীরচর্চা করছি। অন্তঃসত্ত্বা থাকাকালীনও করেছি।"
সোনমকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে। জোয়া ফ্যাক্টর ছবিতে। এর পর কাজ থেকে দীর্ঘ বিরতি। জানা গিয়েছিল, ওম মাখিজার ব্লাইন্ড-এ দেখা যাবে তাঁকে। সেই ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি।