তা বিয়ে যখন বাজি তো ফাটবেই ৷ তবে এ বাজি একেবারে অন্য বাজি ৷ এই ছবির জন্য রিয়া আর একতা রাজি করে ফেললেন করিনা কাপুর খানকে ৷ অন্যদিকে রয়েছে স্বরা ভাস্কর ও শিক্ষা তালসানিয়া !
জমজমাট এই ছবির আপাতত শ্যুটিং হয়েছে শুরু ৷ জয়পুরের এক কেল্লায় জমিয়ে চলছে শ্যুটিং ৷ জানা গিয়েছে, ছবির প্রেক্ষাপট একটা বিয়ে বাড়ি ৷ আর সেই বিয়ে বাড়ি নিয়েই নানা গল্প ৷
advertisement
করিনার সঙ্গে সোনমের জুটিই নাকি এই ছবির ইউএসপি ৷ তার ওপর রয়েছে স্বরা ও শিক্ষা৷ একতা-রিয়া জানিয়েছেন, এই ছবি একেবারেই মহিলা শক্তি ! আর নায়ক ?
আপাতত, নায়কের ব্যাপারে সব খবরই লুকিয়ে রেখেছেন গোটা ছবির টিম৷ তবে সেখানেও যে রয়েছে চমক, তা জানা যাবে ধীরে ধীরেই ৷ ছবিটি মুক্তি পেতে পরের বছরে দিওয়ালির সময় !
তবে সোনম এই ছবির শ্যুটিং নিয়ে খুবই উচ্ছ্বসিত ৷ শ্যুটিং চলাকালীনই একটার পর একটা ছবি তুলে ট্যুইটারে করছেন আপলোড ৷ কখনও সঙ্গে থাকছেন করিনা, তো কখনও সঙ্গে থাকছেন স্বরা ৷
সোনম ট্যুইটার পোস্টে জানিয়েছেন, ‘এই ছবির শ্যুটিং ফ্লোর একেবারেই পরিবারের মতো ৷ দারুণ লাগছে ৷’ স্বরাকে ট্যাগ করে সোনম লিখেছেন, ‘বহেনা, তোর সঙ্গে এটা আমার তৃতীয় ছবি ৷ ’