TRENDING:

প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী, বিনোদন জগতে শোকের ছায়া

Last Updated:

Sonali Chakraborty Dies: সোনালি রেখে গেলেন তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী, মেয়ে এবং অসংখ্য অনুরাগীকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন অভিনেত্রী সোনালি চক্রবর্তী৷ সোমবার ভোর ৪ টে ৫ মিনিট নাগাদ শহরের নামী এক হাসপাতালে প্রয়াত হন তিনি৷ বয়স হয়েছিল ৫৯ বছর৷ সোনালি রেখে গেলেন তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী, মেয়ে এবং অসংখ্য অনুরাগীকে৷
সোনালি রেখে গেলেন তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী, মেয়ে এবং অসংখ্য অনুরাগীকে
সোনালি রেখে গেলেন তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী, মেয়ে এবং অসংখ্য অনুরাগীকে
advertisement

কয়েক দশক ধরে বাংলা ছবি ও টেলিভিশন ধারাবাহিকের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন সোনালি৷ অভিনয়ের পাশাপাশি নাচও ছিল তাঁর প্রিয় শখ৷ তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর সঙ্গে এক ঝলক নাচের দৃশ্যেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি৷ ‘হার জিত’, ‘বন্ধন’ ছবিতে তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে৷

একাধিক টেলিফিল্ম এবং টেলিভিশন ধারাবাহিকেরও উজ্জ্বল মুখ ছিলেন তিনি৷ জনপ্রিয় টেলিভিশন শো ‘বরিশালের বর কলকাতার কনে’ সঞ্চালনা করে টেলিভিশন দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন সোনালি এবং তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তী৷ অভিনেতা দম্পতির একমাত্র মেয়ে মুম্বইয়ে সহকারী পরিচালকের কাজ করেন৷

advertisement

আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জীনাত, ভর্তি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে

আরও পড়ুন : রূপঙ্কর-অন্বেষার গলায় ‘‘থেকেছি ভাবে আড়িতে’’- কৌশিক ও অপরাজিতার অনস্ক্রিন কেমিস্ট্রিতে কথামৃতের গান সামনে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গোলাপ, জবা, জুই আর নয়! এবার আরও লাভজনক চাষের দিশা দেখাচ্ছে উদ্যান পালন বিভাগ!
আরও দেখুন

শারীরিক অসুস্থতার জন্য সোনালি মাঝে দীর্ঘ দিন অনুপস্থিত ছিলেন টেলিভিশনে৷ তবে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়ের জেঠিমার চরিত্রে৷ সে অভিনয়েও চলতি বছর অগাস্টে বিচ্ছেদ পড়ে৷ কারণ তাঁর পেটে ফ্লুইড জমে ছিল৷ তার আগে ভেন্টিলেশনেও তাঁর চিকিৎসা চলে৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল সুস্থ হয়ে তিনি আবার ফিরতে পারবেন অভিনেত্রী জীবনে৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন দুরারোগ্য অসুখে আক্রান্ত সোনালি৷ সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী, বিনোদন জগতে শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল