TRENDING:

Sonali Bendre: পুরাতনী নব! ২০ বছরের পুরনো পোশাকে ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিঙে সোনালি

Last Updated:

পুরনোতেও নতুন হয়ে ওঠা যায় ৷ দেখিয়ে দিলেন সোনালি বেন্দ্রে (Sonali Bendre)৷ ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিঙে এলেন ২০ বছরের পুরনো পোশাক পরে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : পুরনোতেও নতুন হয়ে ওঠা যায় ৷ দেখিয়ে দিলেন সোনালি বেন্দ্রে (Sonali Bendre)৷ ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিঙে এলেন ২০ বছরের পুরনো পোশাক পরে!
advertisement

তাঁর এই পুরাতন-নব সাজ পছন্দ হয়েছে নেটিজেনদের ৷ সোনালি নিজেই জানিয়েছেন ‘সুপার ডান্সার ৪’-এর সেটে তিনি যে জ্যাকেট পরে গিয়েছিলেন, সেটি বয়স অন্তত ২০ বছর ৷ জ্যাকেটের ডিজাইনার রোহিত বল ৷ নিউট্রাল শেডের ট্রাউডার্স ও টি শার্টের সঙ্গে জ্যাকেটটি পরেছিলেন সোনালি ৷ সাজ সম্পূর্ণ করেছিলেন নজরকাড়া নেকপিসে ৷

ওই জ্যাকেট পরা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সোনালি ৷ ক্যাপশন দিয়েছেন ‘ভিনটেজ’ ৷ লিখেছেন, ‘‘ রোহিত বলের ডিজাইন করা এই অসাধারণ জ্যাকেট আমি পরেছিলাম অন্তত দু দশক আগে ৷ আমি খুশি যে এটা আবার এটা পরতে পারছি ৷’’

advertisement

তিনি যে ২০ বছর আগে পোশাকটি পরেছিলেন, তার ছবিও দিয়েছেন সোনালি ৷ পুরনো সেই ছবিতে দেখা ছবিতে দেখা যাচ্ছে তাঁর পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং ডিজাইনার রোহিত বল এবং শাহরুখ খান ৷ একই জ্যাকেটে সোনালির নতুন ও পুরনো দুই লুকই পছন্দ হয়েছে নীলম ও টুইঙ্কল খন্নার ৷

advertisement

‘হম সাথ সাথ হ্যায়’, ‘সরফরোশ’, ‘দিলজ্বলে’-এর নায়িকা সোনালিকে এর আগে ‘ইন্ডিয়াজ বেস্ট ড্রামেবাজ’ রিয়্যালিটি শো-এ বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে ৷ ক্যানসারজয়ী অভিনেত্রী এখন ধরা দিয়েছেন বহু ভূমিকায় ৷ আদ্যন্ত বইপ্রেমী সোনালি এখন একটি ভার্চুয়াল বুক ক্লাব চালান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

সামাজিক মাধ্যমে নেটিজেনদের সোনালি অনুরোধ করেছেন শনি ও রবিবার ‘সুপার ডান্স ৪’-এর শো দেখার জন্য ৷ এই রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে বসার কথা ছিল শিল্পা শেঠীর ৷ কিন্তু রাজ কুন্দ্রা সম্প্রতি পর্ন মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁর স্ত্রী শিল্পাকে এই ভূমিকায় আর দেখা যায়নি ৷ এর পরই সুযোগ পান সোনালি ৷ নতুন শো-এ নতুন ভূমিকায় তাঁকে দেখতে উদগ্রীব সোনালির ভক্তরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonali Bendre: পুরাতনী নব! ২০ বছরের পুরনো পোশাকে ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিঙে সোনালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল