সোনাক্ষী সিনহা যে তেলুগু ছবিতে কাজ করতে চলেছেন, সেই ছবিটি প্রথমে দক্ষিণী অভিনেত্রী তৃষাকে (Trisha) অফার করা হয়েছিল। এই ছবি দিয়ে বহু দিন পর তেলুগু সিনেমায় ফিরতে চলেছিলেন অভিনেত্রী। তবে কিছু কারণের জন্য তিনি এই প্রোজেক্টে কাজ করেননি। পরে সিনেমাটি সোনাক্ষীর হাতে চলে গিয়েছে। অন্য দিকে চিরঞ্জীবী এখন মলয়ালম ছবি লুসিফার-এর (Lucifer) তেলুগু রিমেকে কাজ করছেন। এই প্রোজেক্টে অভিনেত্রী নয়নতারাও (Nayanthara) কজ করছেন। ছবিটির পরিচালনা করছেন মোহন রাজা (Mohan Raja)।
advertisement
সোনাক্ষী অভিনীত কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তাঁর আগামী ছবি ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া (Bhuj: The Pride of India) মুক্তির আপেক্ষায় রয়েছে। যার লেখক, পরিচালনা ও সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিষেক দুধাইয়া (Abhishek Dudhaiya)। এছাড়াও Netflix-এর আসন্ন ছবি বুলবুল তরঙ্গ-এ (Bulbul Tarang) দেখা যাবে সোনাক্ষীকে।