তবে এবার সমস্ত সমালোচনা এবং ঘৃণার কড়া জবাব দিলেন সোনাক্ষী সিনহা। আসলে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট রি-শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে, “ভালবাসা হল সর্বজনীন ধর্ম’। ওই পোস্ট শেয়ার করেছিলেন প্রসাদ ভাট। ওই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করতেও দেখা যায় অভিনেত্রীকে। তিনি লিখেছেন, “একদম সত্যি কথা!! এটা খুবই মিষ্টি! ধন্যবাদ।”
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহে আপনি কদিন দাড়ি কাটেন? রোজই নাকি দু-একদিন অন্তর? বড় কোনও ভুল হচ্ছে না তো? জানুন
আসলে জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর এই ভিন ধর্মের বিয়েকে অনেকেই ‘লাভ জেহাদ’-এর তকমা দিয়েছেন। আর আদরের কন্যা ভিন ধর্মে বিয়ে করে যে সমালোচনার শিকার হয়েছেন, তার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহাও। টাইমস নাও-এর কাছে তিনি বলেন, এই পেশাদার প্রতিবাদকারীদের জন্যই তো আনন্দ বক্সী সাহেব লিখেছেন, “কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহেনা। এর সঙ্গে আমি আরও যোগ করতে চাই যে, কেহনেওয়ালে অগর বেকার, বেকাম-কাজ কে হো তো কেহনা হি কাম বন জাতা হ্যায় (বেকার মানুষদের এটাই কাজ)। আমার মেয়ে তো বেআইনি অথবা অসাংবিধানিক কোনও কাজ করেনি।”
আরও পড়ুনঃ দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি, ৫ জেলায় অঝোর বর্ষণে ভয়ঙ্কর পরিস্থিতি, কলকাতায় নামবে কখন?
শত্রুঘ্ন সিনহা আরও বলেন, “একটা বিবাহ হল দু’টো মানুষের মধ্যে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তার মধ্যে নাক গলানোর অথবা তা নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই। সমস্ত প্রতিবাদকারীর উদ্দেশ্যে আমি বলতে চাই – ‘যান, নিজের জীবন বাঁচুন। নিজের জীবনে প্রয়োজনীয় কিছু কাজ করুন’। আর আমার কিছু বলার নেই।”
প্রসঙ্গত, বিয়ের আগে প্রায় ৭ বছর ধরে একে অপরকে ডেট করেছেন সোনাক্ষী এবং জাহির। ঘনিষ্ঠদের উপস্থিতিতে সেরেছেন বিয়ে। এরপর ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটা গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন সদ্যবিবাহিত এই জুটি। রিসেপশনের আসরে বসেছিল চাঁদের হাট। উপস্থিত হয়েছিলেন সলমন খান, কাজল, বিদ্যা বালান, রেখা, হুমা কুরেশি, অদিতি রাও হায়দরি, আদিত্য রয় কাপুর, টাবু এবং অনিল কাপুরের মতো তারকারা।