TRENDING:

স্টার জলসার মহালয়ায় জোর টক্কর! শোলাঙ্কি নয়, ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন সোনামণি

Last Updated:

Mahisasuramardini: ‘মহিষাসুরমর্দিনী’ হিসাবে ‘এক্কা দোক্কা’র ‘রাধিকা’কে দেখা যাবে, তবে দেবীর একটি ‘রূপ’ হিসাবে পর্দায় ধরা দেবেন শোলাঙ্কি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'গাঁটছড়া'-এর খড়ি শুরু থেকেই দর্শকদের খুব মনের কাছের হয়ে উঠেছে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন শোলাঙ্কি রায় (Solanki Roy) ৷ এখন টলিউডের (Tollywood) এই অভিনেত্রী অত্যন্তই জনপ্রিয়৷ দিন কয়েক আগেই বড়পর্দায় যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন ‘বাবা বেবি ও’ সিনেমায় অভিনয় করেছেন৷ এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তার নিরিখে সামনের সারিতেই তিনি৷ দর্শকের ধারণা ছিল এইবছর দেবী দূর্গারূপে প্রিয় খড়িকেই দেখবেন তাঁরা।
advertisement

তবে গত ২৪ অগাস্ট স্টার জলসার সোশ্যাল পেজগুলিতে প্রোমো পোস্ট করেছে। বেশ কিছুদিন আগে থেকেই চ্যানেলে দেখানো হয়েছে তা। তাতে দেখা গিয়েছে ‘মহিষাসুরমর্দিনী’ হিসাবে ‘এক্কা দোক্কা’র ‘রাধিকা’কে দেখা যাবে, তবে দেবীর একটি ‘রূপ’ হিসাবে পর্দায় ধরা দেবেন শোলাঙ্কি।

আরও পড়ুন: আশ্বিনের শারদ প্রাতে নতুন চমক! প্রথমবার মহিষাসুরমর্দিনী হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত!

advertisement

কেন বাদ পড়লেন শোলাঙ্কি? ‘গাঁটছড়া’য় মধুচন্দ্রিমার পর্বের শ্যুটিং চলল জোড়কদমে। গল্পের এমন জমজমাট সময়ে লিডিং লেডিকে খুব বেশি সময়ের জন্য শ্যুটিং থেকে ছুটি দিতে রাজি হননি ‘গাঁটছড়া’র প্রযোজক। সেই কারণেই ‘মহিষাসুরমর্দিনী’ মুখ বদল। তবে শো-এর অংশ হবেন শোলাঙ্কি। জলসার বাকি নায়িকাদের মতোই দেবীর কোনও একটি রূপে থাকবেন তিনি।

আরও পড়ুন: এই পুজোয় 'বিক্রম বেদা'! হাড় হিম করা অ্যাকশন থ্রিলার নিয়ে আসছেন হৃতিক-সইফ জুটি

advertisement

সোনামণি কিন্তু মহিষাসুরমর্দিনী হয়ে ভীষণ আপ্লুত।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মহলয়ার দিন জোড় টক্কর বাংলা চ্যানেলগুলোতে। জি বাংলায় দেবী দূর্গা হবেন 'মিঠাই'খ্যাত সৌমিতৃষা কুণ্ডু। আর কালার্স বাংলায় প্রথমবারের মতো দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে মহিষাসুরমর্দিনীর ভূমিকায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্টার জলসার মহালয়ায় জোর টক্কর! শোলাঙ্কি নয়, ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন সোনামণি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল