তবে গত ২৪ অগাস্ট স্টার জলসার সোশ্যাল পেজগুলিতে প্রোমো পোস্ট করেছে। বেশ কিছুদিন আগে থেকেই চ্যানেলে দেখানো হয়েছে তা। তাতে দেখা গিয়েছে ‘মহিষাসুরমর্দিনী’ হিসাবে ‘এক্কা দোক্কা’র ‘রাধিকা’কে দেখা যাবে, তবে দেবীর একটি ‘রূপ’ হিসাবে পর্দায় ধরা দেবেন শোলাঙ্কি।
আরও পড়ুন: আশ্বিনের শারদ প্রাতে নতুন চমক! প্রথমবার মহিষাসুরমর্দিনী হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত!
কেন বাদ পড়লেন শোলাঙ্কি? ‘গাঁটছড়া’য় মধুচন্দ্রিমার পর্বের শ্যুটিং চলল জোড়কদমে। গল্পের এমন জমজমাট সময়ে লিডিং লেডিকে খুব বেশি সময়ের জন্য শ্যুটিং থেকে ছুটি দিতে রাজি হননি ‘গাঁটছড়া’র প্রযোজক। সেই কারণেই ‘মহিষাসুরমর্দিনী’ মুখ বদল। তবে শো-এর অংশ হবেন শোলাঙ্কি। জলসার বাকি নায়িকাদের মতোই দেবীর কোনও একটি রূপে থাকবেন তিনি।
আরও পড়ুন: এই পুজোয় 'বিক্রম বেদা'! হাড় হিম করা অ্যাকশন থ্রিলার নিয়ে আসছেন হৃতিক-সইফ জুটি
সোনামণি কিন্তু মহিষাসুরমর্দিনী হয়ে ভীষণ আপ্লুত।
মহলয়ার দিন জোড় টক্কর বাংলা চ্যানেলগুলোতে। জি বাংলায় দেবী দূর্গা হবেন 'মিঠাই'খ্যাত সৌমিতৃষা কুণ্ডু। আর কালার্স বাংলায় প্রথমবারের মতো দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে মহিষাসুরমর্দিনীর ভূমিকায়।