কিন্তু এই কথার সত্যি কি ! প্রমান অবশ্যই আছে। জানেন কি শোলে ছবির বিখ্যাত গান 'মেহবুবা মেহবুবা' ও আসলে একটি ইংরেজি গানের কপি। ওদিকে 'জাব কয়ি বাত বিগর যায়ে' গানটি হুবহু কপি 'ফাইভ হান্ড্রেড মাইলস'-এর থেকে। এমনকি শাহরুখ কাজল অভিনীত কুছ কুছ হোতা হ্যায় ছবির 'কয়ি মিল গেয়া' হোক বা একেলে হাম একেল তুম-এর 'রাজা কো রানি সে পেয়ার হো গেয়া' বা জিনত আমনের 'লেয়লা ম্যায় লেয়লা'
advertisement
সব গানই হুবহু টোকা।
এই নিয়ে অনেক কথা চলে আসছে। তবে একেবারে রিসার্চ করে সব কটা বলিউডি গানের অরিজিনাল গান গুলোকে খুঁজে বার করে ইউটিউবে কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। যা রীতিমতো ভাইরাল। এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কোনও ক্রেডিট ছাড়াই হুবহু গান কপি করে জয় গান গেয়ে আসছে বলিউড। মিউজিক, অ্যারেঞ্জমেন্ট কোথাও বদল নেই। শুধু বদলে যাচ্ছে কথা।
advertisement
Location :
First Published :
April 03, 2021 5:29 PM IST