সূত্রের খবর, তিনি লাইফ জ্যাকেট পরে ছিলেন না। সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখন, সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
advertisement
অসম মরিগাঁওয়ের বাসিন্দা রাতুল বোরা তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এক বিবৃতিতে জানিয়েছে যে, স্কুবা ডাইভিং করার সময় জুবিনের গর্গের শ্বাসকষ্ট হচ্ছিল।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন, যে গায়ক জুবিন গর্গের মরদেহ শনিবার সন্ধের মধ্যে সিঙ্গাপুর থেকে নয়াদিল্লিতে আনা হবে। তারই চেষ্টা চলছে, এবং একই রাতে তাকে গুয়াহাটিতে আনা হবে। মুখ্যমন্ত্রী শর্মা ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন, আমরা আশা করছি আগামীকাল সন্ধের মধ্যে জুবিনকে নয়াদিল্লি এবং রাতে গুয়াহাটিতে নিয়ে আসব। গুয়াহাটিতে, তাকে একদিনের জন্য রাখা হবে, যাতে সকলে তাকে শ্রদ্ধা জানাতে পারে।জুবিন গর্গের মরদেহ জনসাধারণের শ্রদ্ধার জন্য গুয়াহাটিতে রাখা হবে।
এর আগে, মুখ্যমন্ত্রী শর্মা তাঁর স্ত্রী রিঙ্কি ভূঁইয়া শর্মাকে নিয়ে গুয়াহাটিতে প্রয়াত গায়কের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। তিনি পোস্টে লেখেন, ‘এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে পাশে দাঁড়াতে রিঙ্কি এবং আমি গুয়াহাটিতে আমাদের প্রিয় জুবিনের বাড়িতে গিয়েছিলাম। হাজার হাজার ভক্ত তাদের শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় অপেক্ষা করছেন – আমরা তাকে শীঘ্রই অসমে ফিরিয়ে আনার জন্য ক্রমাগত যোগাযোগ করছি।’
‘এটা আমাদের জন্য খুবই দুঃখের মুহূর্ত এবং এটা বিশ্বাস করা কঠিন। আমরা একে অপরকে সমর্থন করা ছাড়া আর কিছুই করতে পারি না,’ জুবিনের কাকা মনোজ কুমার বোরঠাকুর ডিব্রুগড় থেকে ফোনে পিটিআইকে বলেন।