TRENDING:

সোহিনী-সাহেবের উল্টো পুরাণ, সিনেমা থেকে থিয়েটারে !

Last Updated:

অভিনয়টা শিখলেই হয় না, সেটাকে ক্রমাগত প্র্যাকটিস করতে হয়,আর সে কারনেই সিনেমা ছেড়ে থিয়েটার করতে আসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনয়টা শিখলেই হয় না, সেটাকে ক্রমাগত প্র্যাকটিস করতে হয়,আর সে কারনেই সিনেমা ছেড়ে থিয়েটার করতে আসা। বললেন বড় পর্দার পরিচিত মুখ, সাহেব ভট্টাচার্য‍্য ও সোহিনি সরকার। সম্প্রতি মঞ্চস্থ হল তাদের নাটক অবয়ব।
advertisement

জার্নিটা সাধারণত হয়, থিয়েটার থেকে বড়পর্দা তবে এরা উল্টোটা করলেন। বড়পর্দায় সাফল‍্যের পর এলেন থিয়েটারে,শুধুমাত্র অভিনয়টা শেখার জন‍্য। বললেন পর্দার তোপসে, সাহেব ভট্টাচা‍র্য‍্য।

সোহিনি এর আগেও কাজ করেছেন থিয়েটারে। তবে ছবিতে কাজ করার পর এই প্রথম। তবে এখনও মিস করেন মঞ্চ। তাই এই সুযোগ পেয়ে এক কথায় রাজি হয়ে যান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কমলেশ্বর মুখোপাধ‍্যায়ের লেখা, নব কুমার বন্দোপাধ‍্যায়ের নি‍র্দেশনায় এই নাটর মঞ্চস্থ হল রবীন্দ্র সদনে। প্রথম শোয়ের সাফল্যে খুশি সকলেই। আশা করছেন আরও কয়েকটা শো চলবে এইভাবেই।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সোহিনী-সাহেবের উল্টো পুরাণ, সিনেমা থেকে থিয়েটারে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল