TRENDING:

Snake: ‘মধুর’ স্বাদের ‘সাপের শুক্রাণু’ রোজ পান করেই পেয়েছেন এই ‘বড়’ উপকার! দাবি নামী গায়িকা তথা অভিনেত্রীর

Last Updated:

Snake: তিনি তাঁর প্রশিক্ষকের কথায় ওই পানীয়ে চুমুক দিয়েছেন। তাঁর অনুরাগীরা জানতে পেরেছেন ওতে সাপের শুক্রাণু আছে। তাঁর কথায় এটা খেতে মধুর মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাপের শুক্রাণু বা বীর্যই তাঁর সুকণ্ঠের রহস্য। এই গোপন কথা জানানোর পর পরই তীব্র সমালেচনার মুখে পড়েছেন আমেরিকান গায়িকা তথা অভিনেত্রী জেসিকা সিম্পসন। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম রিলে তিনি জানিয়েছেন কণ্ঠস্বর ভাল রাখতে তিনি একটি সিরাপের মতো তরল পান করেন। কিন্তু তাতে যে সাপের শুক্রাণু আছে, সেটা বলেননি শিল্পী।
কণ্ঠস্বর ভাল রাখতে তিনি একটি সিরাপের মতো তরল পান করেন
কণ্ঠস্বর ভাল রাখতে তিনি একটি সিরাপের মতো তরল পান করেন
advertisement

পরে তাঁর এক কৌতূহলী ফ্যান গুগল করতে শুরু করেন। তিনি বলেন, ওই সিরাপে আছে সাপের শুক্রাণু। এই বিতর্কিত উপাদান জানাজানি হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দার মুখে পড়েন জেসিকা। তাঁর অনেক অনুরাগী বিশ্বাসই করতে চাননি যে তিনি সাপের শুক্রাণুতে চুমুক দেন। যে ইনস্টা রিল ঘিরে বিতর্ক, সেখানে জেসিকাকে দেখা গিয়েছে হলুদ পোশাকে এবং নীল জ্যাকেট পরে। তাঁর হাতে ছিল চিনা ভেষজ পানীয়।

advertisement

আরও পড়ুন : চৈত্রের কাঠফাটা ঝলসানো গরমে অবশেষে বৃষ্টির সুখবর! কবে কলকাতায় ঝেঁপে আসছে প্রাণ জুড়িয়ে দেওয়া বৃষ্টি? ওয়েদারের বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জেসিকা জানান তিনি তাঁর প্রশিক্ষকের কথায় ওই পানীয়ে চুমুক দিয়েছেন। তাঁর অনুরাগীরা জানতে পেরেছেন ওতে সাপের শুক্রাণু আছে। তাঁর কথায় এটা খেতে মধুর মতো। তার পর হাসিতে ফেটে পড়েন। বলেন, ‘যদি ভাল কণ্ঠস্বর পেতে চাও, তাহলে খেতে হবে সাপের শুক্রাণু। প্রসঙ্গত ‘দ্য পিপল’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, জেসিকা জানিয়েছেন তাঁর প্রশিক্ষক বলেছিলেন ওই পানীয়তে সাপের বীর্য আছে উপকরণ হিসেবে। তবে তাঁর কণ্ঠস্বরের যে ব্যাপক উন্নতি হয়েছে সাপের শুক্রাণু পানে, সে কথা নির্দ্বিধায় স্বীকার করেছেন জেসিকা সিম্পসন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Snake: ‘মধুর’ স্বাদের ‘সাপের শুক্রাণু’ রোজ পান করেই পেয়েছেন এই ‘বড়’ উপকার! দাবি নামী গায়িকা তথা অভিনেত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল