TRENDING:

Shreya Ghoshal: 'আমাদের শীঘ্রই দেখা হবে', ভারত-পাক সংঘাতের আবহে মুম্বই কনসার্ট স্থগিত রাখলেন শ্রেয়া ঘোষাল

Last Updated:

Shreya Ghoshal: সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মুম্বইয়ের কনসার্ট স্থগিত রাখলেন স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিজের একথা জানিয়েছেন গায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ইতিমধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে৷ একের পর এক শো বাতিল করছেন তারকারা৷ সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মুম্বইয়ের কনসার্ট স্থগিত রাখলেন স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিজের একথা জানিয়েছেন গায়িকা৷
*মাত্র ১৬ বছর বয়সে সঞ্জয়লীলা বনশালীর 'দেবদাস' ছবিতে গান গেয়ে তাঁর কেরিয়ার শুরু। বাংলা, হিন্দির পাশাপাশি অসমিয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মারাঠি, মালয়ালাম, নেপালি, কন্নড় ভাষায় গান গেয়েছেন। সংগৃহীত ছবি।
*মাত্র ১৬ বছর বয়সে সঞ্জয়লীলা বনশালীর 'দেবদাস' ছবিতে গান গেয়ে তাঁর কেরিয়ার শুরু। বাংলা, হিন্দির পাশাপাশি অসমিয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মারাঠি, মালয়ালাম, নেপালি, কন্নড় ভাষায় গান গেয়েছেন। সংগৃহীত ছবি।
advertisement

শ্রেয়া ঘোষাল ঘোষণা করে জানিয়েছেন, আগামী ১০ মে তাঁর মুম্বইতে কনসার্ট ছিল৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি তাঁর শো স্থগিত রাখলেন৷ ইনস্টাগ্রামে একটি হৃদয়গ্রাহী নোট লিখে তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন, এই কনসার্টটি তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে, তিনি তার ভক্তদের আশ্বস্ত করেছেন যে এটি বাতিল নয়, এবং শীঘ্রই নতুন কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। পহেলগাঁও সন্ত্রাস হামলার পর ভারতে চলমান ঘটনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন-পায়ের দ্বিতীয় আঙুলটি কি বুড়ো আঙুলের থেকে অনেকটা বড়? কেমন হয় এদের স্বভাব? পা দেখেই জেনে নিন চরিত্রের গোপন দিকটি

শ্রেয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার প্রিয় ভক্তরা, আমি জানাতে চাই যে, মুম্বইতে আমার কনসার্ট, যা অল হার্টস ট্যুরের অংশ এবং ১০ মে ২০২৫ তারিখে বিকেসি-র জিও ওয়ার্ল্ড গার্ডেনে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশে চলমান ঘটনাবলীর কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। এই কনসার্টটি আমার কাছে একটা বিরাট মুহূর্ত, এবং আমি আপনাদের সকলের সঙ্গে একটি দারুণ সন্ধ্যা ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু একজন শিল্পী এবং একজন নাগরিক হিসেবে, এই সময়ে জাতির সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য আমি গভীর দায়িত্ব অনুভব করছি।’

advertisement

তিনি আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি কোনও বাতিলকরণ নয়, কেবল স্থগিতকরণ। আমরা শীঘ্রই পুনরায় একত্রিত হব, আগের চেয়ে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। খুব শীঘ্রই একটি নতুন তারিখ ঘোষণা করা হবে এবং সমস্ত টিকিট পুনঃনির্ধারিত কনসার্টের জন্য বৈধ থাকবে। আমাদের এক্সক্লুসিভ টিকিটিং পার্টনার, BookMyShow, আরও নির্দেশাবলী এবং আপডেটের জন্য যোগাযোগ করবে যারা কনসার্টের টিকিট কিনেছিলেন। আপনাদের বোঝাপড়া এবং সমর্থনের জন্য সকলকে আগাম ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত, দয়া করে নিরাপদে থাকুন এবং একে অপরের যত্ন নিন। আমার সমস্ত ভালবাসা, শ্রেয়া ঘোষাল।’

advertisement

আরও পড়ুন-কাঁপিয়ে আসছে তুমুল ঝড়-তুফান, বজ্রপাতে ফালাফালা আকাশ, ভারী বৃষ্টি-শিলাবৃষ্টি কাঁপাবে রাজ্যে, ৯-১৫ কেমন থাকবে আবহাওয়া, জানিয়ে দিল IMD

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা শুরু হয় ২০২৫ সালের ২২ এপ্রিল পাহেলগাঁওয়ে সন্ত্রাস হামলার মধ্য দিয়ে, যেখানে ২৬ জন ভারতীয় নিহত হন। পরবর্তীতে ৭ মে, সন্ত্রাস হামলার জবাবে ‘অপারেশন সিন্দুর’ শুরু করা হয় এবং তারপর থেকেই শুরু হয়েছে তুমুল উত্তেজনা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal: 'আমাদের শীঘ্রই দেখা হবে', ভারত-পাক সংঘাতের আবহে মুম্বই কনসার্ট স্থগিত রাখলেন শ্রেয়া ঘোষাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল