সম্প্রতি শান একটি সাক্ষাৎকারে বললেন, ''ছেলেদের জোরাজুরির পরে বিশেষ করে এই কারণে এক দিনের জন্য মুম্বই ফিরে আমি চেকআপ করাই। আমি বিশেষ করে চল্লিশোর্ধ মানুষদের বলতে চাই, ঝুঁকি নেবেন না। দু'বছরে এক বার করে মেডিক্যাল পরীক্ষা করিয়ে নিন।''
আরও পড়ুন: বিতর্ক, পার্টি থেকে দূরে থাকতেন! শৃঙ্খলাপরায়ণ কেকে-র পরিণতিতে হতবাক শিল্পীরা
advertisement
শানের কথায়, ''বিপদ যে কোনও মুহূর্তে আসতে পারে। যিনি মঞ্চের উপর দাঁড়িয়ে পারফর্ম করছেন। আর যিনি দর্শকাসনে রয়েছেন, যে কারও ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তাই জন্য যে কোনও লাইভ কনসার্টে অ্যাম্বুল্যান্স থাকা খুব জরুরি। আমরা কত কত শো করি, যেখানে মানুষ পদপিষ্ট হয়।''
বাঙালি গায়ক জানালেন, যত পারিশ্রমিকই দেওয়া হোক না কেন, কেকে একটি মাসে আটটির বেশি লাইভ শো করতই না। খুবই সাবধানী ছিল সে।
শানের আক্ষেপ, ''যে এত সতর্ক ছিল, যে এত মেপে পা ফেলত, তার সঙ্গেই এমনটা হবে, কে জানত! অদ্ভুত!''
আরও পড়ুন: প্রচণ্ড ঘামছিলেন, বারবার স্টেজ-এর স্পটলাইট বন্ধ করতে বলছিলেন কেকে