পাঞ্জাবি গায়ক রাজবীর জাওয়ান্দা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তিনি হিমাচলপ্রদেশের সোলান জেলার বাদ্দি এলাকায় আহত হন। এবার তদন্তে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানা যায়, গায়ক রাজবীর জাওয়ান্দারের বাইক দুর্ঘটনাটি হিমাচল প্রদেশের বাদ্দি নয়, হরিয়ানার পিঞ্জোরে ঘটে। দুর্ঘটনার পর একটি বেসরকারি হাসপাতাল তার চিকিৎসা করতে অস্বীকৃতি জানায়, তাকে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বাধ্য করে।
advertisement
লয়ার্স ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের তদন্তে জানা যায়, পিঞ্জোরের উপকণ্ঠে রাজবীর সিং জাওয়ান্দার বাইক দুর্ঘটনার শিকার হন। পিঞ্জোর পুলিশ স্টেশন থেকে প্রাপ্ত ডিডিআর (ডেইলি ডায়েরি রিপোর্ট) থেকে জানা যায় যে পিঞ্জোরের শৌরি হাসপাতাল রাজবীর সিং জাওয়ান্দাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেনি, যার ফলে প্রথমে তাঁকে পঞ্চকুলার সিভিল হাসপাতাল, তারপর পঞ্চকুলার পারস হাসপাতাল এবং তারপর ফর্টিস হাসপাতালে নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নবকিরণ সিং পিঞ্জোরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একটি স্পট রিপোর্ট তৈরি করেন। সংগঠনটি চিকিৎসা অবহেলার বিষয়ে মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা তাঁর মৃত্যুর কারণ হতে পারে।