TRENDING:

Singer Poushali Banerjee: অনুষ্ঠানের পথে এ কী ঘটল! গাড়ি দুর্ঘটনার কবলে গায়িকা পৌষালী? কেমন আছেন এখন

Last Updated:

Singer Poushali Banerjee: শীতকালে নানা জায়গায় গানের অনুষ্ঠান হয়। সে রকমই এক অনুষ্ঠানে সাগরদিঘিতে গান গাইতে যাচ্ছিলেন পৌষালী। তখনই এই দুর্ঘটনা। নিউজ18 বাংলাকে জানান গায়িকার সহকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুমড়েমুচড়ে যাওয়া একটি গাড়ি। দেখে বুঝতে অসুবিধা হয় না কোনও দুর্ঘটনার কবলে পড়ে তার এই অবস্থা। সেটির ছবি দিয়ে গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় নেটমাধ্যমে লেখেন ‘অ্যাক্সিডেন্ট’। সেই ছবি যদিও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পৌষালীকে নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। কী হল গায়িকার? কোন দুর্ঘটনার মুখে পড়লেন তিনি? এখনই বা কেমন আছেন?
দুর্ঘটনার কবলে পৌষালী?
দুর্ঘটনার কবলে পৌষালী?
advertisement

শীতকালে নানা জায়গায় গানের অনুষ্ঠান হয়। সে রকমই এক অনুষ্ঠানে সাগরদিঘিতে গান গাইতে যাচ্ছিলেন পৌষালী। তখনই এই দুর্ঘটনা। নিউজ18 বাংলাকে জানান গায়িকার সহকারী। তবে যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, সেটিতে ছিলেন না গায়িকা। তাঁর সহকারীর কথায়, “ওই গাড়িটিতে মিউজিশিয়ান ছিলেন। হঠাৎই অন্য একটি গাড়ি সেই গাড়িটিকে এসে পাশ থেকে ধাক্কা দেয়। আমাদের গাড়িটা ঠিক ভাবেই এগোচ্ছিল। কিন্তু অন্য গাড়িটির অসাবধানতার ফলেই এই দুর্ঘটনা।”

advertisement

আরও পড়ুন: ২০২৩-এর কোন কোন বাংলা ছবি সাফল্যের মুখ দেখল? বছরের শেষে রইল সেরাদের তালিকা

আরও পড়ুন: ওপার বাংলার কী কী ছবি-সিরিজ নজর কাড়ল? রইল ২০২৩-এর সেরাদের তালিকা, না দেখলে মিস

গাড়িটির প্রবল ক্ষতি হলেও ভাল আছেন মিউজিশিয়ানরা। দুর্ঘটনা সত্ত্বেও তাঁরা পৌঁছে গিয়েছেন গন্তব্যে। সময় মতো শুরু হবে অনুষ্ঠানও। তিক্ত অভিজ্ঞতার কারণে অনুরাগীদের নিরাশ করতে নারাজ পৌষালী এবং তাঁর সঙ্গীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলদাপাড়া জঙ্গল সাফারিতে দুই গন্ডারের শক্তি প্রদর্শন, ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
আরও দেখুন

বাংলায় পৌষালীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর লোকগান শুনতে অপেক্ষা করেন অনেকেই। দুর্ঘটনার খবরে চিন্তায় ছিলেন গায়িকার ভক্তরা। কিন্তু সকলকে আশ্বস্ত করে জানানো হয়, ভাল আছেন পৌষালী। অনুষ্ঠানের জন্য প্রস্তুত গায়িকা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer Poushali Banerjee: অনুষ্ঠানের পথে এ কী ঘটল! গাড়ি দুর্ঘটনার কবলে গায়িকা পৌষালী? কেমন আছেন এখন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল