শীতকালে নানা জায়গায় গানের অনুষ্ঠান হয়। সে রকমই এক অনুষ্ঠানে সাগরদিঘিতে গান গাইতে যাচ্ছিলেন পৌষালী। তখনই এই দুর্ঘটনা। নিউজ18 বাংলাকে জানান গায়িকার সহকারী। তবে যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, সেটিতে ছিলেন না গায়িকা। তাঁর সহকারীর কথায়, “ওই গাড়িটিতে মিউজিশিয়ান ছিলেন। হঠাৎই অন্য একটি গাড়ি সেই গাড়িটিকে এসে পাশ থেকে ধাক্কা দেয়। আমাদের গাড়িটা ঠিক ভাবেই এগোচ্ছিল। কিন্তু অন্য গাড়িটির অসাবধানতার ফলেই এই দুর্ঘটনা।”
advertisement
আরও পড়ুন: ২০২৩-এর কোন কোন বাংলা ছবি সাফল্যের মুখ দেখল? বছরের শেষে রইল সেরাদের তালিকা
আরও পড়ুন: ওপার বাংলার কী কী ছবি-সিরিজ নজর কাড়ল? রইল ২০২৩-এর সেরাদের তালিকা, না দেখলে মিস
গাড়িটির প্রবল ক্ষতি হলেও ভাল আছেন মিউজিশিয়ানরা। দুর্ঘটনা সত্ত্বেও তাঁরা পৌঁছে গিয়েছেন গন্তব্যে। সময় মতো শুরু হবে অনুষ্ঠানও। তিক্ত অভিজ্ঞতার কারণে অনুরাগীদের নিরাশ করতে নারাজ পৌষালী এবং তাঁর সঙ্গীরা।
বাংলায় পৌষালীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর লোকগান শুনতে অপেক্ষা করেন অনেকেই। দুর্ঘটনার খবরে চিন্তায় ছিলেন গায়িকার ভক্তরা। কিন্তু সকলকে আশ্বস্ত করে জানানো হয়, ভাল আছেন পৌষালী। অনুষ্ঠানের জন্য প্রস্তুত গায়িকা।
