রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতে এসে এই হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তন্ময় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে মিমির গান বন্ধ করে দেন। এরপর তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। অভিনেত্রী ও প্রাক্তন সাংসদের করা অভিযোগের তদন্তেই তনয় শাস্ত্রীকে আটক করতে এদিন বনগাঁ থানার পুলিশ পৌঁছয় তাঁর বাড়িতে। সেই সময় তাঁর অনুগামী ও স্থানীয় মানুষ পুলিশের পথ আটকায়। তাদের অভিযোগ, অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কোনও ধরনের হেনস্থা করা হয়নি। তাকে সসম্মানেই অনুষ্ঠান শেষ করার কথা বলা হয়েছে। তাঁদের পাল্টা দাবি, অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা ওই অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ ও উৎসাহীদের রীতিমতো ধাক্কা ও মারধর করেছেন। তবে এদিন তনয় শাস্ত্রীকে পুলিশ নিয়ে যাওয়ার সময় কাজে বাধা দিলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকায় যুবক সংঘের পরিচালনায় একটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ক্লাবের এক কর্মকর্তা তনয় শাস্ত্রী আচমকাই মঞ্চে উঠে পড়েন। তিনি মিমির পরিবেশনায় বাধা দেন এবং তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এই ঘটনায় নিজেকে অপমানিত ও হেনস্তার শিকার বলে অভিযোগ করেন অভিনেত্রী। অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে বনগাঁ থানায় ই-মেলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অভিযোগের তিন দিন পর এদিন তনয় শাস্ত্রীর বাড়িতে পুলিশ পৌঁছায় তাঁকে আটক করতে। সেই সময় তনয় শাস্ত্রীর অনুগামী ও এলাকার কিছু বাসিন্দা পুলিশের কাজে বাধা দেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। পুলিশের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে তনয় শাস্ত্রী বনগাঁ থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে নয়াগোপালগঞ্জ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।






