আরও পড়ুনঃ ৭ দিনেই হাড়ের দুর্বলতা শেষ! ক্যালসিয়ামের পাওয়ার হাউস এই খাবারগুলো রোজ খান
বুধবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় আদালতের নির্দেশে এই এফআইআর নথিভুক্ত হয়। ঘটনাটি গত বছরের ২৮ নভেম্বরের, যখন গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর। অভিযোগকারী বেঙ্গালুরু-নিবাসী আইনজীবী প্রশান্ত মেথাল দাবি করেছেন, ওই মঞ্চাভিনয়ে রণবীর চাভুন্ডি দাইভা প্রথাকে অবমাননাকর ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন।
advertisement
এফআইআরে বলা হয়েছে, পাঞ্জুরলি ও গুলিগা দাইভার অভিব্যক্তি নকল করার পাশাপাশি চাভুন্ডি দাইভাকে ‘female ghost’ বলে উল্লেখ করা হয়, যা উপকূলীয় কর্ণাটকের একটি পবিত্র লোকদেবীর মর্যাদাকে বিকৃত করেছে। রণবীর সিংয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।
মামলাটি বর্তমানে বেঙ্গালুরুর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। আগামী শুনানি ৮ এপ্রিল। এই ঘটনায় সাংস্কৃতিক সংবেদনশীলতা ও শিল্পীস্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রণবীর সিং এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
