Year Ender 2023: ওপার বাংলার কী কী ছবি-সিরিজ নজর কাড়ল? রইল ২০২৩-এর সেরাদের তালিকা, না দেখলে মিস

Last Updated:
Year Ender 2023: সাম্প্রতিক সময়ে ওটিটি-র উদ্ভবের সুবাদে দুই বাংলার পারস্পারিক আদানপ্রদানও এখন আরও মসৃণ। ঘরে বসেই খুব সহজে দেখে নেওয়া যায় বাংলাদেশের একাধিক সিরিজ। চলতি বছরে সেরার তালিকায় জায়গা পেল কোনগুলি? দেখে নেওয়া যাক।
1/8
বিনোদনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না ভৌগলিক দূরত্ব। সাম্প্রতিক সময়ে ওটিটি-র উদ্ভবের সুবাদে দুই বাংলার পারস্পারিক আদানপ্রদানও এখন আরও মসৃণ। ঘরে বসেই খুব সহজে দেখে নেওয়া যায় বাংলাদেশের একাধিক সিরিজ। চলতি বছরে সেরার তালিকায় জায়গা পেল কোনগুলি? দেখে নেওয়া যাক।
বিনোদনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না ভৌগলিক দূরত্ব। সাম্প্রতিক সময়ে ওটিটি-র উদ্ভবের সুবাদে দুই বাংলার পারস্পারিক আদানপ্রদানও এখন আরও মসৃণ। ঘরে বসেই খুব সহজে দেখে নেওয়া যায় বাংলাদেশের একাধিক সিরিজ। চলতি বছরে সেরার তালিকায় জায়গা পেল কোনগুলি? দেখে নেওয়া যাক।
advertisement
2/8
মহানগর ২: চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পায় আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর' ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি। মনে করা হয়, বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি পর্দায় তুলে ধরতে জন্ম এই সিরিজের। দুই সিজনেই ওসি হারুনের ভূমিকায় মোশারফ করিম অনবদ্য। তবে দ্বিতীয় কিস্তিতে তাঁকে সঙ্গ দিয়েছেন বৃন্দাবন দাস, আফসানা মিমি, ফজলুর রহমান বাবুর মতো দক্ষ অভিনেতারা। সিরিজের শেষ এপিসোডে থাকে বিশেষ চমক। খল রজব আলি হয়ে সামনে আসেন অনির্বাণ ভট্টাচার্য। এই সিরিজ দেখতে শুরু করলে চোখ সরবে না।
মহানগর ২: চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পায় আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর' ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি। মনে করা হয়, বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি পর্দায় তুলে ধরতে জন্ম এই সিরিজের। দুই সিজনেই ওসি হারুনের ভূমিকায় মোশারফ করিম অনবদ্য। তবে দ্বিতীয় কিস্তিতে তাঁকে সঙ্গ দিয়েছেন বৃন্দাবন দাস, আফসানা মিমি, ফজলুর রহমান বাবুর মতো দক্ষ অভিনেতারা। সিরিজের শেষ এপিসোডে থাকে বিশেষ চমক। খল রজব আলি হয়ে সামনে আসেন অনির্বাণ ভট্টাচার্য। এই সিরিজ দেখতে শুরু করলে চোখ সরবে না।
advertisement
3/8
বুকের মধ্যে আগুন: বছরের শুরুর দিকে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত সিরিজটি। দর্শকদের একাংশের মত, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা সলমন শাহের মৃত্যু রহস্য অবলম্বনেই বোনা হয়েছে সিরিজের গল্প। নির্মাতাদের তরফ থেকে যদিও শিলমোহর বসানো হয়নি সেই দাবিতে। দৃঢ়চেতা এক পুলিশ অফিসারের চরিত্রে তাক লাগিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্য দিকে, অচিরেই পর্দায় সুপারস্টার আরমান শাহ হয়ে উঠতে পেরেছেন ইয়াশ রোহন। চিত্রনাট্য এবং মেকআপের ক্ষেত্রে কয়েক জায়গায় ঘাটতি থাকলেও দর্শকের মন জয় করেছে এই সিরিজ।
বুকের মধ্যে আগুন: বছরের শুরুর দিকে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত সিরিজটি। দর্শকদের একাংশের মত, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা সলমন শাহের মৃত্যু রহস্য অবলম্বনেই বোনা হয়েছে সিরিজের গল্প। নির্মাতাদের তরফ থেকে যদিও শিলমোহর বসানো হয়নি সেই দাবিতে। দৃঢ়চেতা এক পুলিশ অফিসারের চরিত্রে তাক লাগিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্য দিকে, অচিরেই পর্দায় সুপারস্টার আরমান শাহ হয়ে উঠতে পেরেছেন ইয়াশ রোহন। চিত্রনাট্য এবং মেকআপের ক্ষেত্রে কয়েক জায়গায় ঘাটতি থাকলেও দর্শকের মন জয় করেছে এই সিরিজ।
advertisement
4/8
মাইসেলফ অ্যালেন স্বপন: শিহাব শাহিন পরিচালিত 'সিন্ডিকেট' যাঁরা দেখেছেন, স্বপনের পরিচয় সম্পর্কে তাঁরা আগে থেকেই অবগত। তবে সেই সিরিজ না দেখে থাকলেও 'মাইসেলফ অ্যালেন স্বপন' দেখতে এতটুকু অসুবিধা হয় না। বাংলাদেশের এই ক্রাইম থ্রিলার যতটা সাবলীল, ততটাই যত্নে বানানো। নাসির উদ্দিন খান কোন মাপের অভিনেতা, সিরিজের নামভূমিকায় অভিনয় করে আরও একবার তা মনে করিয়ে দেন তিনি। শায়লার চরিত্রে অনবদ্য রাফিয়াত রাশিদ মিথিলা। অভিজ্ঞ দুই অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন আবদুল্লাহ আল সেন্টু। জাদুর চরিত্র তাঁর চোখ যেন কথা বলে। সিরিজটি শেষ না করে কোনও কাজেই মন বসবে না।
মাইসেলফ অ্যালেন স্বপন: শিহাব শাহিন পরিচালিত 'সিন্ডিকেট' যাঁরা দেখেছেন, স্বপনের পরিচয় সম্পর্কে তাঁরা আগে থেকেই অবগত। তবে সেই সিরিজ না দেখে থাকলেও 'মাইসেলফ অ্যালেন স্বপন' দেখতে এতটুকু অসুবিধা হয় না। বাংলাদেশের এই ক্রাইম থ্রিলার যতটা সাবলীল, ততটাই যত্নে বানানো। নাসির উদ্দিন খান কোন মাপের অভিনেতা, সিরিজের নামভূমিকায় অভিনয় করে আরও একবার তা মনে করিয়ে দেন তিনি। শায়লার চরিত্রে অনবদ্য রাফিয়াত রাশিদ মিথিলা। অভিজ্ঞ দুই অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন আবদুল্লাহ আল সেন্টু। জাদুর চরিত্র তাঁর চোখ যেন কথা বলে। সিরিজটি শেষ না করে কোনও কাজেই মন বসবে না।
advertisement
5/8
মারকিউলিস: আবু শাহেদ ইমন পরিচালিত থ্রিলার সিরিজটিতে রহস্যের সঙ্গে পরতে পরতে আছে আবেগের ওঠাপড়া। মাদকাসক্তি, সম্পর্কের টানাপড়েন, গল্পের চরিত্রদের নিজস্ব লড়াই, প্রত্যেক উপাদানই সিরিজের মান আরও বাড়িয়ে তুলেছে। সাবিলা নুর, জাকিয়া বারি মম, গিয়াসউদ্দিন সেলিম, রাশেদ মামুন অপুর মতো তারকারা সিরিজটিতে অভিনয় করেছেন।
মারকিউলিস: আবু শাহেদ ইমন পরিচালিত থ্রিলার সিরিজটিতে রহস্যের সঙ্গে পরতে পরতে আছে আবেগের ওঠাপড়া। মাদকাসক্তি, সম্পর্কের টানাপড়েন, গল্পের চরিত্রদের নিজস্ব লড়াই, প্রত্যেক উপাদানই সিরিজের মান আরও বাড়িয়ে তুলেছে। সাবিলা নুর, জাকিয়া বারি মম, গিয়াসউদ্দিন সেলিম, রাশেদ মামুন অপুর মতো তারকারা সিরিজটিতে অভিনয় করেছেন।
advertisement
6/8
গুটি: শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ক্রাইম থ্রিলারটির গল্প দর্শকদের ধরে রাখতে সক্ষম। আজমেরি হক বাঁধন, নাসির উদ্দিন খান, মৌসুমি হামিদদের অভিনয় প্রশংসিত।
গুটি: শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ক্রাইম থ্রিলারটির গল্প দর্শকদের ধরে রাখতে সক্ষম। আজমেরি হক বাঁধন, নাসির উদ্দিন খান, মৌসুমি হামিদদের অভিনয় প্রশংসিত।
advertisement
7/8
পুনর্জন্ম অন্তিম পর্ব: ভিকি জাহেদ পরিচালিত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি মুক্তি পেয়েছে চলতি বছরে। রাফসান হক নামে বিখ্যাত শেফ, তার স্ত্রী নীলার নিখোঁজ হয়ে ফিরে য়াসা এবং তার পরের ঘটনাবলী, সব মিলিয়ে 'পুনর্জন্ম'-এর চিত্রনাট্য বরাবরই টানটান। অভিনয়ে তাক লাগিয়েছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। ফ্র্যাঞ্চাইজির অন্তিম পর্বও নিরাশ করেনি। এটি বাংলাদেশে টেলিভিশনের জন্য তৈরি হলেও এপারে এটি ইউটিউবের মাধ্যমে তুমুল জনপ্রিয়। তাই এই তালিকায় রাখা হল।
পুনর্জন্ম অন্তিম পর্ব: ভিকি জাহেদ পরিচালিত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি মুক্তি পেয়েছে চলতি বছরে। রাফসান হক নামে বিখ্যাত শেফ, তার স্ত্রী নীলার নিখোঁজ হয়ে ফিরে য়াসা এবং তার পরের ঘটনাবলী, সব মিলিয়ে 'পুনর্জন্ম'-এর চিত্রনাট্য বরাবরই টানটান। অভিনয়ে তাক লাগিয়েছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। ফ্র্যাঞ্চাইজির অন্তিম পর্বও নিরাশ করেনি। এটি বাংলাদেশে টেলিভিশনের জন্য তৈরি হলেও এপারে এটি ইউটিউবের মাধ্যমে তুমুল জনপ্রিয়। তাই এই তালিকায় রাখা হল।
advertisement
8/8
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: মোস্তাফা সারওয়ার ফারুকি পরিচালিত এই ছবি যেন জীবনেরই আয়না। ব্যক্তিজীবনের অভিজ্ঞতার সঙ্গে ফিকশন মিশিয়েে বোনা হয়েছে ছবির গল্প। ছবিটিতে অভিনয় করেছেন ফারুকি এবং নুসরত ইমরোজ তিশা।
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: মোস্তাফা সারওয়ার ফারুকি পরিচালিত এই ছবি যেন জীবনেরই আয়না। ব্যক্তিজীবনের অভিজ্ঞতার সঙ্গে ফিকশন মিশিয়েে বোনা হয়েছে ছবির গল্প। ছবিটিতে অভিনয় করেছেন ফারুকি এবং নুসরত ইমরোজ তিশা।
advertisement
advertisement
advertisement