যা জানা গিয়েছিল, দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন কারণ গায়ক কন্নড় গান গাইছিলেন না। কেবলই হিন্দি গান গাইছিলেন কৈলাস। সম্ভবত সেই রাগেই গায়ককে তাক করে বোতল ছোড়া হয়।
আরও পড়ুন: মঞ্চে আক্রান্ত কৈলাস! কেবল হিন্দি গান গাওয়ার জন্য নাকি বোতল ছোড়া হল গায়কের দিকে
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবসের সাফল্যের পরেই এ কী হল! তড়িঘড়ি হাসপাতাল ছুটলেন জুনিয়র এনটিআর
advertisement
একটুর জন্য বেঁচে গিয়েছেন কৈলাস। ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেলেও আবার গান শুরু করেন তিনি। তার পরেই পুলিশ সেই অর্ধেক ভর্তি জলের বোতল সরিয়ে নেয় মঞ্চ থেকে।
কৈলাস নিজেই তার পর এক সংবাদমাধ্যমে বলেন, ‘‘প্রায় ৫০ জন লোকের ভিড় ছিল। সবাই গান গাইছিল। কিন্তু সব জায়গাতেই কেউ থাকে, যারা একটু বেশি উত্তেজিত। দু’টি ছেলে অস্থির হয়ে উঠেছিল। তাদের দাবি, কন্নড় গান গাইতে হবে। যেহেতু আমাদের কনসার্টে একটি পূর্বনির্ধারিত সূচি ছিল, তাই ওদের ধৈর্য ধরতে বলছিলাম। তা ছাড়া আমাদের একটা সারপ্রাইজ পরিকল্পনা করা ছিল। প্রয়াত কন্নড় নায়ক পুনিত রাজকুমার স্যারকে শ্রদ্ধা জানিয়ে গান গাইতাম। কিন্তু সেই ছেলেগুলো ধৈর্য হারিয়ে হঠাৎ মঞ্চের দিকে জলের বোতল ছুড়ে মারে।’’
তিনি জানান, আয়োজক এবং কর্নাটকের পুলিশ খুবই দ্রুত পদক্ষেপ করেছে। তিনি গান চালিয়ে গেলেন এই ঘটনার পরেও। কৈলাস জানান, তিনি প্রথমে বুঝতেও পারেননি যে জলের বোতল ছুড়ে ফেলা হয়েছে। পরে টিমের কাছ থেকে গোটা বিষয়টা জানতে পারেন।