তবে বিয়ের পর নিজেরাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন বর-কনে৷ তার পর মুম্বই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখিও হন বলিউডের নবদম্পতি। তার পর একটি ভিডিও শেয়ার করেন তাঁরা। সেই থেকেই ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে।
নেটিজেনদের মতে, একেবারে রূপকথার মতো বিয়ে করেছেন। কারও মতে, একেবারে রুপোলি পর্দার মতো গাঁটছড়া বেঁধেছেন 'শেরশাহ' ছবির নায়ক-নায়িকা।
আরও পড়ুন: প্রেমের শহরে জন্মদিন পালন, ‘মিমি ইন প্যারিস’-এর ছবি, ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়!
কিন্তু সেই ভিডিও অন্দরমহলের টুকিটাকি তথ্য প্রকাশ্যে এসেছে। যতই রূপকথার মতো হোক, কনের সাজগোজে যে অতিরিক্তই সময় লেগেছে এবং তা নিয়ে যে বর বিরক্ত, তা প্রকাশ পেয়েছে ভিডিওতেই।
আরও পড়ুন: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!
'শেরশাহ' ছবিরই 'রানঝা' গানটি নতুন করে লেখা হয়। সেই ছবির নায়ক-নায়িকা বাস্তবে বিয়ে করছেন ঠিকই। কিন্তু তা বলে ছবির ট্র্যাজিক গান বিয়ের মরশুমে কে-ই বা বাজাতে চান! তাই সুর অক্ষুণ্ণ রেখে গানের কথা বদলে সেই গাবে মণ্ডপে প্রবেশ করেন কিয়ারা। তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিড।
ভিডিওতে দেখা যাচ্ছে, কনের তো মহা আনন্দে নাচতে নাচতে বরের দিকে এগিয়ে চলেছেন। এদিকে সিদ্ধার্থের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে, দেরি করায় তিনি বেশ বিরক্ত। আর সেই অভিব্যক্তি আরও প্রকাশ পেল যখন তিনি নিজের হাতের ঘড়ির দিকে তাকালেন। কিয়ারা অবশ্য একদম চিন্তিত নন। তিনি কাছে এসে সিদ্ধার্থকে জড়িয়ে ধরলেন। ব্যস, সমস্ত রাগ গলে একেবারে জল। মালাবদল করে একে অপরকে চুম্বন করলেন বর-কনে। তার পর? বাকিটা ব্যক্তিগত।