ছাদনাতলায় সনাতনী ভারতীয় সাজে অপরূপা কিয়ারা রিসেপশনে বাজিমাত করলেন পশ্চিমী পোশাকে। দেখিয়ে দিলেন, প্রাচ্য ও পাশ্চাত্য, দু ধরনের পোশাকেই তিনি সমান স্বচ্ছন্দ।
রিসেপশনে কিয়ারা পরেছিলেন সাদা কালো গাউন। পোশাকের নীচের অংশ ছিল পিছন দিকে দীর্ঘায়ত। সিদ্ধার্থ পরেছিলেন কালো স্যুট। গাউনের গলার অংশ গভীর ও চৌকো। যাতে স্পষ্ট হয়ে ওঠে কিয়ারার পান্নার কণ্ঠহার।। তিনি যে পান্না-প্রিয়া, বোঝা গেল রিসেপশনের সাজেও।
advertisement
আরও পড়ুন : Review of Aro Ek Prithibi: বিশ্বাসে মিলায় অন্বেষণ, তর্কে বহুদূর
এদিনও পরেছিলেন হিরে ও আনকাট পান্নার পাঁচ লহরী কণ্ঠহার। সঙ্গে শিশিরভেজা নামমাত্র মেকআপ, কাজলকালো চোখ এবং গোলাপি লিপস্টিকে আর্দ্র ঠোঁট। মুম্বইয়ে তাঁদের রিসেপশন উপলক্ষে বসেছিল চাঁদের হাট।
জয়সলমীরের রাজকীয় হোটেল সূর্যগড় প্রাসাদে বিয়ের পর সিড-কিয়ারা জুটি উড়ে গিয়েছিলেন দিল্লি। সেখানে ঢোলা-বাদ্যর সঙ্গে কিয়ারা প্রবেশ করেন শ্বশুরবাড়িতে। তার পর মুম্বইয়ের পাঁচতারা হোটেলে রিসেপশনের আসর। মুম্বইয়ে অপেক্ষমাণ আলোকচিত্রীদের মিষ্টি বিতরণও করেন সিড-কিয়ারা।
তাঁদের প্রথম আলাপ কিয়ারা লাস্ট স্টোরিজ-এ অভিনয় করার পর। এর পর ২০২১ সালে দুজনে একসঙ্গে অভিনয় করেন শেরশাহ-এ। সেখান থেকেই গাঢ় হয় প্রেমপর্ব। এ বার নতুন সংসার পাততে চলেছেন তারকা দম্পতি। শোনা যাচ্ছে, মুম্বইয়ের পালি হিলে ৭০ কেটি টাকা দিয়ে সমুদ্রমুখী বাংলো কিনেছেন সিদ্ধার্থ মালহোত্রা। নববধূ কিয়ারার জন্য সাজিয়েছেন রাজসিক ভাবে। সেখানেই নাকি সুখী গৃহকোণ অপেক্ষা করে আছে তাঁদের জন্য।