বৃহস্পতিবার কফি কাউচের অতিথি হয়ে আসছেন শাহিদ কাপুর এবং কিয়ারা আডবাণী। শাহিদ কাপুর পরিস্কার জানান কিয়ারা-সিদ্ধার্থ সম্পর্কে রয়েছেন। তিনিও এরপর যা জানান, তাতে উত্তেজিত হয়ে পড়েন দর্শক। মিস্টার কবির সিং সাফ সাফ জানিয়ে দেন, আপনারা যত তাড়াতাড়ি ভাবছেন, তার আগেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি।
আরও পড়ুন: ক্যাকটাসের তিরিশ বছর! '৩০' সংখ্য়া নিয়ে বিশেষ উদ্দ্য়োগ সিধু-পটাদের
এই তাড়কা জুটির দেখা হযেছিল 'শেরশাহ'-এর সিনেমা সেটে। হয়তো তাঁরা দুজনে একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু দর্শক তো ধরেই নিয়েছে বছর ঘোরার আগেই বিয়ে করছেন বহুচর্চিত এই জুটি।
"এই বছরের শেষ নাগাদ একটি ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং এটি কিন্তু কোনও সিনেমা নয়", জানান শাহিদ। অভিনেত্রী কিয়ারা আবার সেই টিজারেই বলেছেন, "হ্যান্ডাসম হাঙ্কের সঙ্গে শুধু 'ভাল বন্ধু' না, এর চেয়ে বেশি।"
আরও পড়ুন: নগ্ন ফটোশুটের মামলায় মুম্বই পুলিশের কাছে হাজির হওয়ার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন রণবীর সিং
প্রসঙ্গত, এর আগের কফি উইথ করণের এপিসোডে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ এবং ভিকি। সেখানে করণ সিদ্ধার্থ-করণের সম্পর্কের কথা নিশ্চিত করেন। তারপরে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে তিনি তাঁর সঙ্গে ভবিষ্যতের কথা ভেবেছেন কিনা। এটি শুনে সিদ্ধার্থ অবাক। তখন ভিকি কেজোর সঙ্গে হাত মিলিয়ে টিজ করতে থাকে সিদ্ধার্থকে। সোফায় বসে যৌথশক্তির বিরুদ্ধে কথা বলতে দিয়ে চাপে পড়েন সিদ্ধার্থ। কিন্তু প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন সিদ্ধার্থ মালহোত্রার অন্য পরিকল্পনা ছিল। "আমি একটি উজ্জ্বল এবং সুখী ভবিষ্যত প্রকাশ করছি," তিনি বলেছিলেন, ভক্তদের আশা রেখেছিলেন যে এটি তার প্রেমিকা কিয়ারা আদভানির সঙ্গে রয়েছে৷