আর এই প্রসঙ্গেই অবশেষে ভালোবাসার সম্পর্ক নিয়ে রাখঢাক মিটিয়ে ফেললেন তাঁরা! আসলে কিয়ারা আর সিদ্ধার্থ তো মুখে জবরদস্ত কুলুপ এঁটে বসে আছেন। মিডিয়ার সামনে এ নিয়ে কোনও কথাই বলেন না। অথচ রণে, বনে, জলে, জঙ্গলে সব জায়গায় তাঁরা একসঙ্গে হাতে হাত ধরে ঘোরেন। এই বছরের গোড়াতেও তাঁরা একসঙ্গে আফ্রিকান সাফারি করতে গিয়েছিলেন। তার পর কিয়ারার ইনস্টাগ্রামে (Instagram) দেখা গেল আফ্রিকার ছবি, সিদ্ধার্থও নিজের মতো কিছু ছবি পোস্ট করলেন নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে! এ দিকে সাংবাদিকরা সেটা নিয়ে প্রশ্ন করলেই চুপ করে যান দু'জনে! আশা করা যায়, এ বার হয় তো ফিরে এসে মুখ খুলবেন তাঁরা! ভিডিওয় দেখা যাচ্ছে যে একই গাড়ি থেকে নেমেছেন দু'জনে, হয় তো এটাই তাঁদের সম্পর্কের বয়ানে সিলমোহর!
ছুটির মতো কেরিয়ারের কিছু মুহূর্তও একসঙ্গে কাটাচ্ছেন কিয়ারা আর সিদ্ধার্থ। বিষ্ণুবর্ধনের শেরশাহ (Shershaah) ছবিতে একসঙ্গে কাজ করছেন তাঁরা। কার্গিল যুদ্ধে আত্মবলিদান দেওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার (Vikram Batra) চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। আর তাঁরই বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় আছেন কিয়ারা।
কবীর সিং করার পর থেকেই কিয়ারার কেরিয়ারের পালে হাওয়া লেগেছে। হাত ভর্তি ছবি আর ব্র্যান্ড এনডোর্সমেন্ট নিয়ে দিব্যি ২০২০ পার করে দিলেন। সিদ্ধার্থ এখনও লড়ছেন, দেখা যাক আগামী বছর তাঁর কেমন কাটে! তবে দু'জনের জুটি বেশ শক্তপোক্ত, এটা মানতেই হবে!