আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে সাজো সাজো রব; পরিচয় করে নিন আম্বানি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে
সূত্র মারফত পাওয়া খবর, দেশে ফিরেই তাঁরা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে চলেছে। মুম্বই বিমানবন্দরে তাঁদের দু’জনকেই ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে।
স্নেহজালা বলে একজন সিড-কিয়ারার এয়ারপোর্ট লুকটি ফোন বন্দি করেন৷ সেখানে দেখা কিয়ারা আডবাণীকে একট সাদা পোশাকে যাচ্ছে। সিদ্ধার্থ মালহোত্রা বেছে নিয়েছেন বাদামি টি শার্ট৷ তার সঙ্গে ছিল সাদা রঙের প্যান্ট ।
advertisement
সেই ভাইরাল ভিডিওতে অনেকেই কমেন্ট সেকশনে হার্ট ইমোজি দিয়েছেন। দেখা যাচ্ছে সিড ও কিয়ারা এয়ারপোর্ট থেকে তাঁদের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে৷ শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত থাকবে বিশ্বের তাবৎ সেলিব্রিটিরা৷ সেই জন্য এইদিন সকাল থেকেই মুম্বই বিমানবন্দরে বিশ্বের অনেক সেলিব্রিটিকে দেখা গিয়েছে৷
প্রসঙ্গত, কিয়ারাকে পরবর্তীতে রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ ছবিতে দেখা যাবে৷ ইতিমধ্যেই এই ছবির গানগুলো রিলিজ করেছে৷ এছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে ডন থ্রি সিনেমাতেও কিয়ারাকে দেখা যাবে। যদিও সিদ্ধার্থ মালহোত্রার পরবর্তী ছবি নিয়ে এখনও কোনও ঘোষণা নেই৷ ‘যোদ্ধা’ ছবিতে তাকে শেষবারের জন্য দেখা গিয়েছিল৷