TRENDING:

কনসার্টে সিয়ামের গালে হঠাৎ চুমু! প্রকাশ্যে মডেলকে সপাট চড় অভিনেতার

Last Updated:

যথারীতি ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে দু'জনের আচরণ নিয়েই। কে ঠিক, কে ভুল, তা নিয়ে তরজাও চলে খানিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাংলাদেশ: আলো ঝলমলে চারদিক। জমজমাট কনসার্ট। থিকথিকে ভিড়। আর সেই ভিড়েই মিশেছিলেন বাংলাদেশের দুই তারকা। অভিনেতা সিয়াম আহমেদ এবং মডেল-অভিনেত্রী সুনেরা বিন্তে কমল।
advertisement

পাশাপাশি দাঁড়িয়ে দিব্যি আনন্দে করছিলেন দু'জনে। কিন্তু হঠাৎই যেন তাল কাটল। যা ঘটল, তা চাক্ষুষ করেও বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই।

সম্প্রতি সেই কনসার্টের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। দেখা যায়, ভিড়ের মাঝেই আচমকা সিয়ামের গালে চুমু এঁকে দেন সুনেরা। আর তখনই অভিনেত্রীর গালে সপাট একটি চড় কষান সিয়াম। তাঁর এই আচরণে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন সুনেরা।

advertisement

আরও পড়ুন: রাজকে নিয়ে পরীমণির সঙ্গে বিতণ্ডা! রেগে গিয়ে এ কী সিদ্ধান্ত নিলেন মিম

আরও পড়ুন: অতিরিক্ত মেসি নির্ভরতাই কী কাল হল আর্জেন্টিনার? সমর্থকদের ভরসা রাখতে বলছেন মেসি

যথারীতি ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে দু'জনের আচরণ নিয়েই। কে ঠিক, কে ভুল, তা নিয়ে তরজাও চলে খানিক।

advertisement

বিতর্ক থামাল সুনেরার একটি পোস্ট। ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, 'প্রচুর ফোন, মেসেজ পাচ্ছি। নেটমাধ্যমে ভাইরাল ভিডিয়োটি নিয়ে অনেক কথাও শুনছি। আপনারা যাদের দেখেছেন, তারা সিয়াম বা আমি নই। সবটাই করেছে প্রিয়ম এবং লুমিন। আমাদের ছবি অন্তর্জালের দু'টি চরিত্র।'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অতএব চুমু-চড়-বিতর্ক, এ সবই ছবির চিত্রনাট্যের অংশ। শেষে সিয়াম লেখেন, 'অনেকেই বলেছেন পুরো ঘটনাটি সত্যি বলে মনে হয়েছে। অভিনেতা হিসেবে আমরা সেটিকে প্রশংসা বলেই ধরে নিয়েছি।'

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কনসার্টে সিয়ামের গালে হঠাৎ চুমু! প্রকাশ্যে মডেলকে সপাট চড় অভিনেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল