TRENDING:

চুলে লাল ফিতে, পিঠে স্কুল ব্যাগ, এ কোন রূপে শুভশ্রী !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিয়ে, হানিমুন পর্ব শেষ ৷ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন শুভশ্রী ৷ আর এবার এই সব গুরু দায়িত্ব সেরে ফের সিনেমায় ফেরার পালা ৷ এ খবর এখন প্রায় সবাই জানে ৷ এমনকী, এটাও খবরে রয়েছে রাজ চক্রবর্তীর নতুন ছবি পরিণীতাতেই দেখা যাবে শুভশ্রীকে৷
advertisement

তবে ফের যখন পর্দায় ফিরে আসা, তখন ভোলবদল তো থাকবেই ৷ আর সেটাই করলেন শুভশ্রী ৷ নিজের লুককে একেবারে বদলে ফেললেন শুভশ্রী ৷ আরও ছিপছিপে, আর স্মার্ট ৷ কিন্তু ছবির জন্য শুভশ্রী রূপ ধরলেন একেবারে সাধারণ মেয়ের ৷ চুলের বিনুনিতে লাল ফিতে, স্কুল ড্রেস, আর পিঠে ব্যাগ ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন শুভশ্রী ৷ রাজ চক্রবর্তীর পরিণীতা ছবিতে এই লুকেই দেখা যাবে শুভশ্রীকে ৷

advertisement

রাজ চক্রবর্তী প্রোডাকশনের আগামী ছবি ‘পরিণীতা’তেই দেখা মিলবে রাজঘরণীর। শুভ মহরৎ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করেছেন খোদ রাজ ! জানিয়েছেন, রাজ চক্রবর্তী প্রোডাকশনের তৃতীয় ছবি ‘পরিণীতা’। শুভশ্রী ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী। পরিচালক রাজ নিজেই, স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেম্যাটোগ্রাফার মানস গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক অর্কপ্রভ মুখোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
চুলে লাল ফিতে, পিঠে স্কুল ব্যাগ, এ কোন রূপে শুভশ্রী !