তবে ফের যখন পর্দায় ফিরে আসা, তখন ভোলবদল তো থাকবেই ৷ আর সেটাই করলেন শুভশ্রী ৷ নিজের লুককে একেবারে বদলে ফেললেন শুভশ্রী ৷ আরও ছিপছিপে, আর স্মার্ট ৷ কিন্তু ছবির জন্য শুভশ্রী রূপ ধরলেন একেবারে সাধারণ মেয়ের ৷ চুলের বিনুনিতে লাল ফিতে, স্কুল ড্রেস, আর পিঠে ব্যাগ ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন শুভশ্রী ৷ রাজ চক্রবর্তীর পরিণীতা ছবিতে এই লুকেই দেখা যাবে শুভশ্রীকে ৷
advertisement
রাজ চক্রবর্তী প্রোডাকশনের আগামী ছবি ‘পরিণীতা’তেই দেখা মিলবে রাজঘরণীর। শুভ মহরৎ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করেছেন খোদ রাজ ! জানিয়েছেন, রাজ চক্রবর্তী প্রোডাকশনের তৃতীয় ছবি ‘পরিণীতা’। শুভশ্রী ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী। পরিচালক রাজ নিজেই, স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেম্যাটোগ্রাফার মানস গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক অর্কপ্রভ মুখোপাধ্যায়।
Need your blessings