শিলাদিত্যর কথায়, ‘‘যথার্থ বাবা হয়ে ওঠার জন্য এখনও অনেক পথ চলা বাকি ৷ কিন্তু যে দিন সে এসেছে, আমি জানি আর কোনও পরিচয় বাকি নেই যেটা আমি চাইতে পারি ৷ আমাকে একজন বাবা করে তোলার জন্য ধন্যবাদ, দেব্যান৷’’ তাঁর বার্তা শেয়ার করেছেন শ্রেয়াও ৷
advertisement
গত ২২ মে পুত্রসন্তানের জন্ম দেন শ্রেয়া ৷ তার ১০ দিন পর সামাজিক মাধ্যমে নবজাতকের সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দেন তাঁরা ৷ জানান, সদ্যোজাতর নামকরণ হয়েছে ‘দেব্যান’ ৷ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে তারকা হয়ে গিয়েছে শিলাদিত্য-শ্রেয়ার সন্তান ৷ শিশুর নামের সঠিক বাংলা বানান কী হবে, তাও সোশ্যাল মিডিয়ায় জানান শ্রেয়া ৷
নিজের ব্যক্তিগত পরিসর গোপন রাখতে ভালবাসেন শীর্ষস্থানীয় এই শিল্পী ৷ তবে তাঁর ভার্চুয়াল বেবি শাওয়ার থেকে নবজাতককে স্বাগত জানানোর জন্য কেকের ছবি, সবই তিনি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে ৷
সম্প্রতি শ্রেয়া শেয়ার করেছেন তাঁর করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ভিডিয়ো ৷ লিখেছেন, বাড়িতে দেব্যান যখন ঘুমোচ্ছিল, সে সময় তিনি গিয়েছেন টিকা নিতে৷ নেটিজেনদের শ্রেয়া বার্তা দেন, নিরাপদ এই টিকা দ্রুত নেওয়ার জন্য ৷ সঙ্গীতশিল্পীর কথায়, চিকিৎসকরা তাঁকে টিকা নেওয়ার জন্য অনুমতি দিয়েছেন ৷ নতুন মা যাঁরা সন্তানদের পরিচর্যা করছেন, তাঁরাও এই টিকা নিতে পারেন ৷ সামাজিক মাধ্যমে লিখেছেন শ্রেয়া ৷