TRENDING:

ছবি ঘিরে ফুলের মালা, অভিনেত্রী সোনালি চক্রবর্তীর পারলৌকিক ক্রিয়ায় শ্রদ্ধাঞ্জলি

Last Updated:

Actress Sonali Chakraborty : ফুলের মালায় পরিবৃত হয়েও ছবিতে ম্লান হয়নি তাঁর হাসিমুখের ঔজ্বল্য৷ মনে হচ্ছে এই যেন আবার পরিচালকের মুখে ‘অ্যাকশন’ শুনেই ক্যামেরার সামনে শট দেবেন চিরসবুজ এই অভিনেত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শাস্ত্রীয় রীতি নীতি অনুসরণ করে পারলৌকিক ক্রিয়ায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রতি ৷ উপস্থিত ছিলেন তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনরা৷ রজনীগন্ধার মালা, সাদা ফুলের স্তবকে সাজানো হয় তাঁর ছবি৷ ফুলের মালায় পরিবৃত হয়েও ছবিতে ম্লান হয়নি তাঁর হাসিমুখের ঔজ্বল্য৷ মনে হচ্ছে এই যেন আবার পরিচালকের মুখে ‘অ্যাকশন’ শুনেই ক্যামেরার সামনে শট দেবেন চিরসবুজ এই অভিনেত্রী৷
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রতি
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রতি
advertisement

খুব ইচ্ছে ছিল রোগশয্যা থেকে আবার ফিরে আসবেন লাইট সাউন্ড ক্যামেরার দুনিয়ায়৷ কিন্তু পারেননি৷ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোনালি চিরঘুমে চলে যান গত ৩১ অক্টোবর ভোরে৷ শহরের নামী এক হাসপাতালে প্রয়াত হন তিনি৷ বয়স হয়েছিল ৫৯ বছর৷

শারীরিক অসুস্থতার বিরুদ্ধে সোনালি ও তাঁর পরিজনদের লড়াই ছিল দীর্ঘ৷ অসুস্থতার জন্য অনেক দিন অনুপস্থিতও ছিলেন শ্যুটিং ফ্লোরে৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়ের জেঠিমার চরিত্রে৷ সে অভিনয়েও চলতি বছর অগাস্টে বিচ্ছেদ পড়ে৷ কারণ লিভারের জটিলতায় তাঁর পেটে ফ্লুইড জমে ছিল৷ এ ছাড়াও ছিল অন্যান্য সমস্যা৷ তার আগে ভেন্টিলেশনেও তাঁর চিকিৎসা চলে৷

advertisement

আরও পড়ুন :  মা ছিলেন পরম বন্ধু, গুরুনানকের জন্মদিনে মাতৃহারা, ভেঙে পড়েছেন দেবশ্রী রায়

কয়েক দশক ধরে বাংলা ছবি ও টেলিভিশন ধারাবাহিকের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন সোনালি৷ অভিনয়ের পাশাপাশি নাচও ছিল তাঁর প্রিয় শখ৷ তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর সঙ্গে এক ঝলক নাচের দৃশ্যেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি৷ ‘হার জিত’, ‘বন্ধন’ ছবিতে তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে৷

advertisement

একাধিক টেলিফিল্ম এবং টেলিভিশন ধারাবাহিকেরও উজ্জ্বল মুখ ছিলেন তিনি৷ জনপ্রিয় টেলিভিশন শো ‘বরিশালের বর কলকাতার কনে’ সঞ্চালনা করে টেলিভিশন দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন সোনালি এবং তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তী৷ অভিনেতা দম্পতির একমাত্র মেয়ে সাজি মুম্বইয়ে সহকারী পরিচালকের কাজ করেন৷

advertisement

আরও পড়ুন :  সুশান্তকে 'বেটা' সম্বোধন করে ট্যুইট রূপার, আবেগঘন অভিনেতা দিদি, কী এমন লিখলেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশ্ববিদ্যালয়ের প্রেমিক জুটি থেকে পরবর্তীতে নিছক দাম্পত্যই নয়৷ শঙ্কর চক্রবর্তী এবং সোনালি ছিলেন একে অপরের পরিপূরক৷ টলিউড ইন্ডাস্ট্রিতে দু’জনেই যখন নবাগত, তখন সাতপাকে বাঁধা পড়েছিলেন৷ তার পর জীবনের চড়াই উতরাই-সহ বন্ধুর পথ পার হওয়ার সময় দু’জনে ছিলেন দু’জনের প্রধান অবলম্বন৷ তাঁদের জীবনের জলছবি মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে পোস্ট করতেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী৷ সেই সাজানো সংসার পড়েই রইল৷ স্বামী শঙ্কর, কন্যা সাজি এবং অনুরাগীদের রেখে সোনালি এখন বহু দূরে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবি ঘিরে ফুলের মালা, অভিনেত্রী সোনালি চক্রবর্তীর পারলৌকিক ক্রিয়ায় শ্রদ্ধাঞ্জলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল