খুব ইচ্ছে ছিল রোগশয্যা থেকে আবার ফিরে আসবেন লাইট সাউন্ড ক্যামেরার দুনিয়ায়৷ কিন্তু পারেননি৷ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোনালি চিরঘুমে চলে যান গত ৩১ অক্টোবর ভোরে৷ শহরের নামী এক হাসপাতালে প্রয়াত হন তিনি৷ বয়স হয়েছিল ৫৯ বছর৷
শারীরিক অসুস্থতার বিরুদ্ধে সোনালি ও তাঁর পরিজনদের লড়াই ছিল দীর্ঘ৷ অসুস্থতার জন্য অনেক দিন অনুপস্থিতও ছিলেন শ্যুটিং ফ্লোরে৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়ের জেঠিমার চরিত্রে৷ সে অভিনয়েও চলতি বছর অগাস্টে বিচ্ছেদ পড়ে৷ কারণ লিভারের জটিলতায় তাঁর পেটে ফ্লুইড জমে ছিল৷ এ ছাড়াও ছিল অন্যান্য সমস্যা৷ তার আগে ভেন্টিলেশনেও তাঁর চিকিৎসা চলে৷
advertisement
আরও পড়ুন : মা ছিলেন পরম বন্ধু, গুরুনানকের জন্মদিনে মাতৃহারা, ভেঙে পড়েছেন দেবশ্রী রায়
কয়েক দশক ধরে বাংলা ছবি ও টেলিভিশন ধারাবাহিকের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন সোনালি৷ অভিনয়ের পাশাপাশি নাচও ছিল তাঁর প্রিয় শখ৷ তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর সঙ্গে এক ঝলক নাচের দৃশ্যেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি৷ ‘হার জিত’, ‘বন্ধন’ ছবিতে তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে৷
একাধিক টেলিফিল্ম এবং টেলিভিশন ধারাবাহিকেরও উজ্জ্বল মুখ ছিলেন তিনি৷ জনপ্রিয় টেলিভিশন শো ‘বরিশালের বর কলকাতার কনে’ সঞ্চালনা করে টেলিভিশন দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন সোনালি এবং তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তী৷ অভিনেতা দম্পতির একমাত্র মেয়ে সাজি মুম্বইয়ে সহকারী পরিচালকের কাজ করেন৷
আরও পড়ুন : সুশান্তকে 'বেটা' সম্বোধন করে ট্যুইট রূপার, আবেগঘন অভিনেতা দিদি, কী এমন লিখলেন
বিশ্ববিদ্যালয়ের প্রেমিক জুটি থেকে পরবর্তীতে নিছক দাম্পত্যই নয়৷ শঙ্কর চক্রবর্তী এবং সোনালি ছিলেন একে অপরের পরিপূরক৷ টলিউড ইন্ডাস্ট্রিতে দু’জনেই যখন নবাগত, তখন সাতপাকে বাঁধা পড়েছিলেন৷ তার পর জীবনের চড়াই উতরাই-সহ বন্ধুর পথ পার হওয়ার সময় দু’জনে ছিলেন দু’জনের প্রধান অবলম্বন৷ তাঁদের জীবনের জলছবি মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে পোস্ট করতেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী৷ সেই সাজানো সংসার পড়েই রইল৷ স্বামী শঙ্কর, কন্যা সাজি এবং অনুরাগীদের রেখে সোনালি এখন বহু দূরে৷