ফের শুটিং বন্ধ হয়ে গেল টলিপাড়ায় ! প্রযোজক আর আর্টিস্ট ফোরাম মধ্যে বিবাদের জেরে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ রেখেছেন প্রযোজকরা।
গত মাসেই বাংলা সিরিয়ালের শিল্পী সংগঠন বা আর্টিস্ট ফোরামের সদস্যদের বিক্ষোভের জেরে অচল হয়ে পড়েছিল টলিপাড়া! ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনেক দিন ধরেই বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত শিল্পীরা তাঁদের নানা সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা করতে চাইছেন। কিন্তু প্রযোজকেরা সেসব কথায় কান দিচ্ছেন না। আলোচনায় বসতেও রাজি হচ্ছেন না। তাই বাধ্য হয়েই ধর্মঘট শুরু করেছেন শিল্পীরা। তাঁদের ক্ষোভের কারণ ছিল-- শুটিংয়ের কোনও নির্দিষ্ট সময় বাঁধা নেই। রাতের শিফটে কাজ করে বাড়ি ফিরে পরের দিন ভোরবেলাই হাজির হতে হয় স্টুডিওতে। গাড়ি না থাকায় বাড়ি ফিরতেও অসুবিধা হয়! এই সমস্যা দু-একদিনের নয়! লাগাতার এমনটাই হয়ে চলেছে! একাধিকবার ফেডারেশনকে জানিয়েও কোনও লাভ হয়নি।
advertisement