শোভিতার জন্ম ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর৷ অল্প বয়স থেকেই বিনোদন দুনিয়া এবং শিল্পকলার প্রতি তাঁর আগ্রহ৷ ব্যাল্ডউইন গার্লস হাই স্কুল থেকে পাশ করার পর তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেন৷
advertisement
২০১৫ সালে কন্নড় ছবি ‘রঙ্গি তরানা’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু৷ তাঁর কেরিয়ারে মাইলফলক হয়ে ছিল এই ছবিটি৷ ‘ইউ টার্ন’, ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার টু’-সহ একাধিক কন্নড় ছবিতে তিনি অভিনয় করেছেন৷ তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য আরও কিছু ছবি হল ‘এরাডোন্ডলা মুরু’, ‘জ্যাকপট’ এবং ‘ওন্ধ কাথে হেল্লা’৷ টেলিভিশন ধারাবাহিক ‘গালিপাটা’, ‘মঙ্গলা গৌরি’, ‘কোগিলে’, ‘কৃষ্ণা রুক্মিনী’-তেও তাঁর অভিনয় মন জয় করেছে দর্শকদের৷ তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া কন্নড় বিনোদন জগতে৷
This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)