জানা যায়, সোমবার একটি সিনেমার শ্যুটিংয়ে ছিলেন শিরিন। শ্যুটিং শেষ হওয়ার পর নিজের গাড়িতে উঠে চলে আসতে চান শিরিন। তখন শিরিনের এক ভক্ত এগিয়ে এসে কথা বলতে চায় শিরিনের সঙ্গে। আর তখনই ঘটে কাণ্ড। বাংলাদেশের এক সংবাদমাধ্যমে শিরিন জানান, ” আমি শ্যুটিং করছিলাম। ওখানে অনেক মানুষ ছিলেন। আমাদের সেটের লোকেরাও ছিল। হঠাৎ একটি ছেলে এসে আমাকে বলে আমি খুব গরীব ভাত খাইনি। খুব খিদে পেয়েছে। এবার আমি ওকে কিছু টাকা দিয়ে ভাত খেতে বলি। কিন্তু ছেলেটি এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি আপনার সঙ্গে যাব। আমাকে নিয়ে যান। তারপর সে বলে আমাকে আপনি পড়াশুনো করাবেন। নিয়ে যান। বলেই জড়িয়ে ধরে। আমিও প্রথমে খুব কষ্ট পাচ্ছিলাম।”
advertisement
আরও পড়ুন: রসগোল্লা থেকে সন্দেশ ফ্রিজে অনেক দিন থাকবে টাটকা! রাখতে হবে এই নিয়মে! জানুন
এর পর শিরিন জানান, “কিন্তু ঠিক এর পরেই ছেলেটি আমাকে জড়িয়ে ধরে গালে চুমু খায়। এবং খারাপ কিছু করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে সেটের ছেলেরা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে এই ঘটনা ঘটার পর আমার বিশ্বাসটাই চলে গেল। কাউকে ভাল ভাবে কিছু বলতে নেই।” ভিডিওতে দেখা যায় ওই ছেলেটি বিষয়টা ইচ্ছে করেই ঘটায়। তবে সতর্ক না থাকলে আরও বড় ঘটনা ঘটতে পারত। অনেকেই বলছেন এভাবে চট করে কাউকে কাছে ডেকে নেওয়া ঠিক হয়নি নায়িকার। আপাতত এই ভিডিও ভাইরাল।