শুক্রবার শিল্পা বরণ করে ঘরে নিয়ে আসেন গণপতি বিগ্রহকে ৷ ছবিতে দেখা যায় শিল্পা তাঁর দুই সন্তানকে নিয়ে মেতেছেন গণেশ পুজোর আনন্দে ৷ নিজের হাতে সন্তানদের মোদক খাইয়ে দেন ৷
প্রতি বছর শিল্পা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মহা সমারোহে গণেশ পুজো করেন ৷ কিন্তু এ বছর ছবিটা উল্টো ৷ তাঁর স্বামী রাজ কুন্দ্রা পর্নছবিকাণ্ডে জেলবন্দি ৷ বোন শমিতা শেট্টী ব্যস্ত বিগ বস ওটিটি হাউজে ৷ তাই আবাহন থেকে বিসর্জন, শিল্পা ছিলেন একাই ৷
advertisement
আরও পড়ুন : গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের
গত ১৯ জুলাই গ্রেফতার করা হয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৷ অভিযোগ, পর্ন ছবি তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তিনি ছড়িয়ে দিতেন ৷ একাধিকবার বাতিল হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন ৷ ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, রাজের থেকে আলাদা হতে চাইছেন শিল্পা ৷ দুই সন্তানকে বড় করতে চাইছেন নিজের উপার্জনে ৷ তার জন্য বেশি করে অভিনয়ে ফিরতে চাইছেন তিনি ৷ যোগাযোগ করছেন প্রযোজক ও পরিচালকদের সঙ্গে ৷ রিয়্যালিটি শো-এর বিচারকের আসনেও ফিরেছেন তিনি ৷
আরও পড়ুন : ‘পবিত্র রিশতা’ শুরুর আগেই সুখবর! বাবা হলেন অভিনেতা শাহির
সম্প্রতি ১৪ বছর পর আবার অভিনয় করেছেন শিল্পা ৷ তাঁকে দেখা গিয়েছে ‘হঙ্গামা ২’-এ ৷ এই কমেডি ড্রামা স্ট্রিমিং হয়েছে ডিজনি হটস্টারে ৷ এখানে শিল্পার সঙ্গে অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং মিজান জাফরি ৷
গণেশ চতুর্থী উৎসবে শিল্পা নিজে সেজেছিলেন পোলকা ডটের গোলাপি শাড়িতে ৷ মেয়ে শামিশাকেও পরিয়েছিলেন একই কাপড়ের পোশাক ৷ অন্যদিকে, তাঁর বোন শমিতাও বিগ বস হাউজে গণেশ চতুর্থী উপলক্ষে সেজেছিলেন গোলাপি পোলকা ডটেই ৷ ব্যক্তিগত পরিসরে ঝড় পাড়ি দিয়ে জীবনের পথে শিল্পার ফেরার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেক নেটিজেনই ৷