বৃহস্পতিবার, শিল্পা শেট্টি তার টুইটার হ্যান্ডেলে টমেটো নিয়ে একটি হাস্যকর ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় তিনি টমেটো কিনছেন। তবে, শুধু টমেটো কিনছেন তা নয় সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চলছে তাঁরই নিজের বলা ‘ধড়কন’ সিনেমার সেই বিখ্যাত ডায়লগ “হাউ ডেয়ার ইউ? খবরদার যো তুম মুঝে ছুনে কি কোশিস কি, কীস হকসে তুমনে মুঝে ছুঁয়া? তুমহারা কোই হক নেহি হ্যা মুঝপে।”
advertisement
আরও পড়ুন: ‘জানি খুব কষ্ট হচ্ছে তোমার’ রুবেলের দুর্ঘটনায় মন খারাপ করা পোস্ট প্রেমিকা শ্বেতার
তবে এখানে শিল্পা বলছেন না এই কথা, অভিনেত্রী এমন ভাবে অঙ্গ-ভঙ্গি করছেন যেনো টমেটোই তাঁকে এই কথা বলছেন। ২০০০ সালে তাঁর এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই ছবির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘টমেটোকে দাম তাঁর ধড়কন (হৃদস্পন্দন) বাড়িয়ে দিচ্ছে”।
আরও পড়ুন: ‘অনির্বাণ মাল্টি ট্যালেন্টেড, আমরা ছোটখাটো অভিনেতা’ কেন অনির্বাণকে নিয়ে এমন বললেন দেব
এদিকে, ইন্ডিয়া টুডে-র সঙ্গে একটি সাক্ষাত্কারে, সুনীল শেট্টিও টমেটোর দাম বৃদ্ধির বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছিলেন, “আমার স্ত্রী কেবলমাত্র এমন সবজি নিয়ে আসে যা তাজা এবং মাত্র কয়েক দিনের জন্য থাকে। আমরা তাজা সবজি খেতে পছন্দ করি। তবে ইদানীং টমেটোর দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে আমাদের রান্নাঘরেও।”
এছাড়াও উরফি জাভেদও তার ইনস্টাগ্রামে টমেটো নিয়ে বলেছেন। বলা ভাল অলঙ্কার হিসেবে টমেটো ব্যবহার করেছেন। টমেটো দিয়ে তিনি তাঁর কানের দুল বানিয়ে পড়েছেন। টমেটো খেতেও দেখা গিয়েছে তাঁকে এই ছবিতে। তার পোস্টের শেষ দুটি ছবি হিসেবে, উরফি দুটি সংবাদ প্রতিবেদনের ক্লিপিংস ভাগ করেছে।
তাদের মধ্যে একটি উল্লেখ করেছেন যে কীভাবে সুনীল শেট্টি দাম বাড়ার কারণে কম টমেটো খাচ্ছেন, অন্য একজন দাবি করেছেন যে মহারাষ্ট্রের একজন কৃষক টমেটো বিক্রি করে কোটিপতি হয়েছেন। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টটি শেয়ার করে, উরফি লিখেছেন, “টমেটো হল নতুন সোনা।”