লাইফ ইন আ মেট্রো (Life in a Metro) এবং ধড়কন (Dhadkan) ছবিতে শিল্পা শেট্টির অভিনয় প্রশংসা কুড়িয়েছিল দর্শকের। প্রায় ১৪ বছর পর সাবির খানের (Sabbir Khan) অ্যাকশন-রোমান্টিক-কমেডি ছবি নিকম্মা (Nikamma) দিয়ে বলিউডে কামব্যাক করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু করোনা পরিস্থিতি সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। নিকম্মা এখনও মুক্তি পায়নি। এই ছবিতে অভিমন্যু দাসানি (Abhimanyu Dassani) ও শার্লি শেটিয়া (Shirley Setia) অভিনয় করেছেন।
advertisement
শিল্পা জানিয়েছেন, “আমি বলিউডে কামব্যাক করার সিদ্ধান্ত নিয়েছিলাম নিকম্মা ছবিতে অভিনয়ের মাধ্যমে। আমি ভেবেছিলাম ফিরতেই যখন হবে তখন অন্যর কম কিছু কাজ করা ভালো। আমি সেটাই করছিলাম, যাই হোক হাঙ্গামা ২ আগেই মুক্তি পাচ্ছে, এমন অনেকেই আছে যাঁরা করোনার জন্য বাইরে বেরোতে পছন্দ করছেন না তাই তাঁরা এবার ঘরে বসেই নতুন ছবি দেখতে পারবেন। এতে অভিনেতাদের জন্যেও বড় পথ প্রশস্ত হয়েছে। আরও নতুন কাজ করার সুযোগ থাকছে। অমি কাজের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলি। আমার মনে হয়ে স্ক্রিপ্টে জোর থাকলে অভিনেতারাও নিজের কাজ আরও ভালো করে করতে পারেন, আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে আর সেটা কাজও করেছে”।