TRENDING:

Shilpa Shetty : গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণপতিকে ঘরে আনলেন শিল্পা

Last Updated:

শিল্পা শেট্টী (Shilpa Shetty ) বরাবরই গণপতি বাপ্পার একনিষ্ঠ ভক্ত ৷ গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে শিল্পা এবং তাঁর পরিবার মহা সমারোহে গণেশ চতুর্থী উৎসব (Ganesh Chaturthi) পালন করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : শিল্পা শেট্টী (Shilpa Shetty ) বরাবরই গণপতি বাপ্পার একনিষ্ঠ ভক্ত ৷ গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে শিল্পা এবং তাঁর পরিবার মহা সমারোহে গণেশ চতুর্থী উৎসব (Ganesh Chaturthi) পালন করেন ৷ সেই ধারা বজায় রেখে এ বছরও বুধবার শিল্পা মুম্বইয়ে তাঁর বাড়িতে আনলেন গণেশ বিগ্রহ ৷ অন্যান্য সহযোগীর সঙ্গে নিজের হাতে বহন করে এনে শিল্পা বরণ করে নেন গণপতিকে ৷ রীতি পালনের সময়ে তাঁর মুখে ছিল সতর্কতামূলক মাস্ক ৷ আলোকচিত্রীদের ক্যামেরার সামনে পোজও দিয়েছেন শিল্পা ৷
advertisement

উৎসবের আমেজে শিল্পা নিজেও বলে ওঠেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া’! ‘গণপতি বাপ্প মোরিয়া’ বলতে বলতেই তিনি বিগ্রহকে নিজের গাড়িতে রাখেন ৷ অন্যান্য বছর গণপতি উৎসবে শিল্পার পাশে থাকেন তাঁর পরিবার ৷ কিন্তু এ বছর তিনি একাই ছিলেন ৷ শিল্পার স্বামী রাজ কুন্দ্রা বিপর্যস্ত পর্নোগ্রাফিকাণ্ডে ৷ অন্যদিকে শিল্পার বোন শমিতা শেট্টী এই মুহূর্তে বিগ বস ওটিটি হাউসে ব্যস্ত ৷ ঘটনাচক্রে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জন্মদিনও ছিল বৃহস্পতিবার ৷

advertisement

আরও পড়ুন : সোয়েটপ্যান্টস ও ক্রপ টপে আলস্যমাখা বিশ্রাম, সুহানার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে নিউ ইয়র্কের সিটিস্কেপ

পর্নফিল্ম কাণ্ডে জেরা করা হয়েছে শিল্পাকেও ৷ তবে পারিবারিক ঝঞ্ঝা পাড়ি দিয়ে অভিনেত্রী ধীরে ধীরে ফিরেছেন জীবনের ছন্দে ৷ তিনি ফিরে গিয়েছেন ডান্স রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার’-এ ৷ তবে সম্প্রতি বিনোদন মহলে গুঞ্জন শোনা গিয়েছিল যে স্বামী রাজ কুন্দ্রার থেকে বিচ্ছেদের পথ খুঁজছেন তিনি ৷ তবে সেই জল্পনা থেকে গিয়েছে গুঞ্জনের স্তরেই ৷ ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এই ঝড় পাড়ি দেওয়ার অঙ্গ হিসেবে শিল্পা সামলে রেখেছেন তাঁর ছেলে ভিয়ান এবং কন্যা শমিশাকে ৷

advertisement

আরও পড়ুন : ‘তিনি এখনও আমাকে অনুপ্রাণিত করেন’, রাকেশ রোশনের জন্মদিনে আবেগঘন বার্তা পুত্র হৃতিকের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শিল্পার জীবনের এই ঝড়ের প্রতিফলন ধরা পড়েছে সামাজিক মাধ্যমে তাঁর পোস্টেও ৷ তবে শিল্পা দৃশ্যতই ভেঙে পড়েন রিয়্যালিটি শো-এর মঞ্চে ৷ সেখানে তিনি কেঁদে ফেলেন ৷ সেই পর্বে রানি লক্ষ্মীবাঈয়ের জীবনের উপর ভিত্তি করে একটি নাচ পরিবেশন করা হয় ৷ সেই প্রসঙ্গে মতামত দিতে গিয়ে শিল্পা বলেন, নিজের পরিচয় এবং সন্তানদের জন্য স্বামীর অবর্তমানে একাকী নারীকে অনেক বেশি লড়াই করতে হয় ৷ জীবন সংগ্রামের মাঝেই সিদ্ধিদাতার উপাসনায় ব্রতী শিল্পা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Shetty : গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণপতিকে ঘরে আনলেন শিল্পা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল