TRENDING:

'স্টিফেন স্পিলবার্গের মতো কিংবদন্তী পরিচালককে পিছনে ফেলে এগিয়ে গেলেন রাজামৌলী', শুভেচ্ছা শেখর কাপুরের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# মুম্বই:  ফের জয়জয়কার 'আর আর আর'-এর। ফের রাজামৌলীর মুকুটে নয়া হীরে! এবার নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কল 'আর আর আর'-এর জন্য সেরা পরিচালকের শিরোপা তুলে দিল এস এস রাজামৌলীর হাতে। এই জয়ের জন্য পরিচালককে শুভেচ্ছা জানিয়ে শেখর কাপুর ট্যুইট করেন, '' নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কল-এর তরফে আর আর আর-এর জন্য পুরস্কৃত হলেন রাজামৌলী। স্টিফেন স্পিলবার্গের মতো কিংবদন্তী পরিচালককে পিছনে ফেলে এগিয়ে গেলেন তিনি।''
advertisement

ইতিমধেই গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২৩-এর মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে, আর সেখানে সেরা ছবি (ইংরেজি ভাষা নয়), সেরা মৌলিক গানে নাম রয়েছে 'আর আর আর'-এর। ইংরেজি ভাষার বাইরে সেরা ছবির তালিকায় 'আর আর আর'-এর প্রতিযোগী 'অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', 'আর্জেন্টিনা ১৯৮৫', ' ক্লোজ অ্যান্ড ডিশিসন টু লিভ'। 'আর আর আর'-এর 'নাটু নাটু' গান মনোনীত হয়েছে সেরা মৌলিক গানের তালিকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথম ছবি  ‘বাহুবলী ২’-র রেকর্ড দ্বিতীয় ছবি ‘আরআরআর’-এর ভেঙেই ফেলেন পরিচালক এস এস রাজামৌলী। প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলল সারা বিশ্বে। ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়  রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ । বাড়তি পাওনা ছিল আলিয়া ভাট।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'স্টিফেন স্পিলবার্গের মতো কিংবদন্তী পরিচালককে পিছনে ফেলে এগিয়ে গেলেন রাজামৌলী', শুভেচ্ছা শেখর কাপুরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল