TRENDING:

Shehnaaz Gill: বলিউডের জীবন ছেড়ে গ্রামে ফিরে গেলেন শেহনাজ গিল! আইসক্রিম বিক্রি করছেন তিনি ! ভাইরাল ভিডিও

Last Updated:

Shehnaaz Gill: সিদ্ধার্থ শুক্লা আর ফিরবেন না! বলিউড ছেড়ে পাঞ্জাবের গ্রামে ফিরে গেলেন শেহনাজ গিল! রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করেই দিন কাটাচ্ছেন নায়িকা! ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শেহনাজ গিল। বলিউডের মিষ্টি নায়িকা তিনি। ছোট পর্দা থেকেই অভিনয়ের শুরু করেন নায়িকা। সঙ্গে মডেলিং। এর পরেই সলমন খানের শো বিগবসে ডাক পান শেহনাজ। সেখানে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে নায়িকার। সারাক্ষণ সিদ্ধার্থের সঙ্গে ঝগড়া, খুঁনসুটি করতে দেখা যায় তাঁকে। এই শোয়ের বিজেতা হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। কিন্তু শেহনাজকেও মানুষ ভোলেননি।
এর কিছুদিন আগে গ্রামের রাস্তায় রাস্তায় আইসক্রিম ফেরি করতে দেখা গিয়েছিল তাঁকে৷
এর কিছুদিন আগে গ্রামের রাস্তায় রাস্তায় আইসক্রিম ফেরি করতে দেখা গিয়েছিল তাঁকে৷
advertisement

'তেরা কুত্তা টমি, মেরা কুত্তা-কুত্তা', 'কয়ি বাত হি নেহি করতা'র মতো বেশ কিছু সংলাপ বিগবসের ঘর থেকেই ভাইরাল হয়েছিল। পাঞ্জাবের মেয়ে শেহনাজ। মুম্বইতে পরিবারের সঙ্গেই থাকেন। তাঁর জীবনের সব কিছু হয়ে উঠেছিলেন সিদ্ধার্থ শুক্লা। কিন্তু মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ শুক্লা। আর ঠিক তার পরেই অন্ধকার নেমে আসে শেহনাজের জীবনে।

advertisement

শোনা গিয়েছিল এই জুটি বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু সব নষ্ট হয়ে যায় একটা মৃত্যুতে। নিজেকে টানা তিন মাস ঘরে আটকে রেখেছিলেন শেহনাজ। কোথাও কোনও জায়গায় তাঁকে দেখা যেত না। কিন্তু শোক সামলে ফের একবার জীবনের কাছে ফিরে এসেছেন শেহনাজ গিল।

advertisement

ভিডিও শ্যুটে দেখা গিয়েছে তাঁকে। ডাব্বু রত্নানির সঙ্গে ফটোশ্যুটও করেছেন। কয়েকদিন আগেই শাহরুখের সঙ্গে একটি ইফতার পার্টিতেও দেখা হয় তাঁর। কিন্তু এখন সব কিছু ছেড়ে সোজা চলে গিয়েছেন পাঞ্জাবে নিজের গ্রামে।

শেহনাজ নিজেকে একটু অন্য রকম ভাবে দেখতে চাইছেন। আর তাই লাইম লাইট থেকে দূরে নিজের গ্রামে চলে গিয়েছেন। সেখানেই তাঁর পরিবারের লোকেরা থাকেন। সেখানে গিয়ে একেবারে গ্রামের মেয়ে হয়ে যান শেহনাজ। দেখা যায় গ্রামের রাস্তায় আইসক্রিমের সাইকেল গাড়ি চালাচ্ছেন তিনি। শুধু তাই নয় আইসক্রিম বিক্রিও করছেন। বাচ্চাদের হাতে আইসক্রিম তুলে দিচ্ছেন। সেলফি তুলছেন। সব ছেড়ে আইসক্রিমের গাড়ি নিয়ে ঘুরছেন শেহনাজ গিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিবারের মানুষের সঙ্গে পাঞ্জাবি গানে জমিয়ে নাচছেন তিনি। শেহনাজ সব সময় একটু শিশু-সুলভ। এ কথা খোদ সলমন খানও মেনে নিয়েছিলেন। আর তা যেন বার বার ধরা পড়ে শেহনাজের কাজে। না হলে কেরিয়ারের সব থেকে ভালো সময়ে কেউ গ্রামে গিয়ে আইসক্রিম বিক্রি করে! না এটা শেহনাজ বলেই পারেন। তাঁকে পাঞ্জাবের ক্যাটরিনা কাইফও বলা হয়। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের নিজের ব্যস্ত জীবনে ফিরবেন নায়িকা। এই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মাধ্যমে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill: বলিউডের জীবন ছেড়ে গ্রামে ফিরে গেলেন শেহনাজ গিল! আইসক্রিম বিক্রি করছেন তিনি ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল